The Kerala Story : ‘নিষিদ্ধ’ দ্য কেরালা স্টোরি দেখানোর ব্যবস্থা BJP, হঠাৎ বন্ধ প্রদর্শন! বিতর্ক – bjp started showing the kerala story at baruipur dakshin 24 parganas


Dakshin 24 Pargana : দ্য কেরালা স্টোরি ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে। অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এই ছবি। এছাড়াও বলা হয়েছে, ছবিটি এক বিশেষ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মানসিকতা ছড়াচ্ছে। এর বিরোধিতা করেছে কেরালা সরকার।

এদিকে, একধাপ এগিয়ে এই ছবিতে সরাসরি রাজ্যে নিষিদ্ধই করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর তারপরেই বিতর্কের ঝড় উঠেছে চরমে। রাজ্যের প্রধান বিরোধী দল সরাসরি এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমেছে। আর এবার নিজেদের কার্যালয়েই এই ছবি দেখানোর ব্যবস্থা করল তাঁরা।

Bengal Bans The Kerala Story : মমতার সিদ্ধান্তের বিরোধিতা, সুপ্রিম কোর্টে ‘দ্য কেরালা স্টোরি’-র নির্মাতারা
আবার দেখানোর ব্যবস্থা করার পরেও হঠাৎ অনিবার্য কারণবশত ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। যদিও কি কারণে ছবি প্রদর্শনের ব্যবস্থা করেও হঠাৎ করে বন্ধ করে দেওয়া হল, সেই নিয়ে মুখ খোলেননি BJP-র কেউই।

আজ বুধবার, BJP-র পক্ষ থেকে দক্ষিন ২৪ পরগনা পূর্ব সাংগঠনিক জেলা কার্যালয়ে দ্য কেরালা স্টোরি দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। ছবি শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয় বলেই জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

The Kerala Story : ‘দ্য কেরালা স্টোরি’-র টিকিট দেখালেই মিলবে বিনামূল্যে চা-কফি, জানেন কোথায়?
এদিকে, রাজ্যে নিষিদ্ধ করার পরেও কেন এই ছবির প্রদর্শন করা হল হঠাৎ এই বিষয়ে প্রশ্ন করার হলেও দলের তরফে কেউই মুখ খুলতে রাজি হননি। অন্যদিকে, রাজ্য সরকার হঠাৎ করে দ্য কেরালা স্টোরি ছবির ওপর নিষিদ্ধ ট্যাগ লাগানোয় প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছেন BJP-র মহিলা মোর্চার সদস্যরা। এদিন তাঁরা বারুইপুর ক্যানিং রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এর ফলে রাস্তা জুড়ে চূড়ান্ত যানজটের সৃষ্টি হয়। এদিকে এই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পৌঁছলে বিক্ষোভ আরও তীব্র হতে শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ এই বিক্ষোভ তুলে দিয়ে যানজট মুক্ত করে রাস্তা।

The Kerala Story : BJP নেতাদের জন্য ‘দ্য কেরালা স্টোরি’-র স্পেশাল স্ক্রিনিং চেন্নাইয়ে, নিরাপত্তার দোহাই দিয়ে বন্ধ করল পুলিশ
এই বিষয়ে BJP-র মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, “দ্য কেরালা স্টোরি ছবিটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি হয়েছে। সেখানে দেখানো হয়েছে কিভাবে মহিলাদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে জঙ্গিদলে তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ছবি কার স্বার্থে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বন্ধ করলেন, সেই জবাব তাঁকে দিতে হবে। সেই কারণেই আমাদের আজকের এই অবরোধ। আমাদের দাবি অবিলম্বে এই ব্যান তুলে নিয়ে ছবিটি রাজ্যে দেখানোর ব্যবস্থা করতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *