Trending News: নদী পাড়ে পড়ে ৩৫ ফুটের বিশাল নৌকা, মিউজিয়ামে স্থান না পেয়ে রোদে-জলে নষ্ট শিল্পকীর্তি – huge 35 feet heritage boat left under open sky after it is did not get a place in gujarat maritime national museum


Howrah News: মিউজিয়ামের সংগ্রহশালায় স্থান করে নেওয়ার কথা ছিল যার, আজ রোদ জলে অযত্নে সেই পড়ে নদী পাড়ে। কথা হচ্ছে, শ্যামপুরের ঐতিহ্যবাহী “ছট” নৌকা নিয়ে। শ্যামপুরের নৌকা শিল্পী পঞ্চানন মণ্ডল ও তার চার ছেলে অমল, মনিমোহন, দিলীপ ও দীপ মণ্ডল প্রায় একমাসের পরিশ্রমে তৈরি করেছিলেন সুবিশাল ওই নৌকা। লম্বায় ৩৫ ফুট, চওড়ায় ৯ ফুট এবং ৭-৮ ফুট উচ্চতার ওই নৌকা গুজরাটের ন্যাশনাল মেরিনটাইম মিউজিয়ামে জায়গা পাবে বলে স্থির হয়েছিল।

গত ১০ নভেম্বর পরীক্ষামূলকভাবে নৌকাটি জলে ভাসানো হয়েছিল। যদিও তারপর দীর্ঘ প্রায় ছয় মাস অতিক্রান্ত হতে চললেও সেই নৌকা এখনও পর্যন্ত গুজরাটের ন্যাশনাল মেরিনটাইম মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়নি। নদীর পাড়ে রোদ জলে একপ্রকার অবহেলায় পড়ে আছে ঐতিহ্যবাহী এই নৌকা। অন্যদিকে, এত কষ্ট করে নৌকাটি তৈরি করার পরও তা মিউজিয়ামে না নিয়ে যাওয়ায় হতাশ নৌকা শিল্পী পঞ্চানন মণ্ডল ও তার ছেলেরা।

Cyclone Mocha : ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা! সতর্কতায় মৎস্যজীবীদের নিয়ে শিবির নন্দীগ্রামে

গুজরাটের ন্যাশনাল মেরিনটাইম মিউজিয়ামে না যাওয়া প্রসঙ্গে নৌকা তৈরীর অন্যতম উদ্যোক্তা গবেষক স্বরুপ ভট্টাচার্য জানান, ”আসলে গুজরাটের ন্যাশনাল মেরিনটাইম মিউজিয়ামের পরিকাঠামো এখনও তৈরী না হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা চাইছি, আপাতত নৌকাটিকে এখান থেকে অন্য কোনও জায়গায় নিয়ে গিয়ে রাখা হোক।” তিনি এও বলেন, ”আমি নিয়মিত নৌকাটি নিয়ে যাওয়ার জন্য ওদের সঙ্গে যোগাযোগ রাখছি।”

Hooghly River : কৌলীন্য ফিরবে হুগলি জলপথে, উদ্যোগী রাজ্য

অন্যদিকে, নৌকা শিল্পী পঞ্চানন মণ্ডলের বড় ছেলে অমল মণ্ডল জানান, ”নৌকাটি এইভাবে পড়ে থাকতে দেখে অনেকে অনেক কথা বলছে। যেখানে নৌকার কাজ করতে যাচ্ছি সেখানকার লোকেরাও নানা রকম কথা বলছে। এইসব শুনে আর চোখের সামনে খোলা মাঠে নৌকা পড়ে থাকতে দেখে আমাদেরও খারাপ লাগছে।” স্থানীয় বাসিন্দা পরিবেশকর্মী জাকির হোসেনের উদ্বেগ অন্য জায়গায়। তিনি জানান, ”নৌকাটি এইভাবে খোলা আকাশের নীচে পড়ে থাকায় ভিতরে জল জমেছে। আলকাতরা না লাগানোয় অনেক জায়গায় কালো দাগ হযে যাচ্ছে। এক পরিশ্রম করে নৌকাটি তৈরী করে যদি সঠিকভাবে সংরক্ষন না করা যায় তাহলে এটা নষ্ট হয়ে যাবে।”

Poultry Farm : মুরগির জন্য ভেঙে যাচ্ছে বিয়ে! এই গ্রামের তরুণ-তরুণীরা থেকে যাচ্ছেন আইবুড়ো

প্রসঙ্গত, ইংল্যান্ডের সংস্থা ইএমকেপি ( এনডের্ঞ্জাড মেটেরিয়াল নলেজ প্রোজেক্ট) এবং ভারতের যৌথ উদ্যোগে হারিয়ে যাওয়া শতাব্দী প্রাচীন এই ছট নৌকা তৈরী করা হয়েছে। নৌকা তৈরীর কাজ দেখাশোনা করেছেন ব্রিটেনের এক্সাটার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন পি কুপার, হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বসন্ত সিন্ধে, গবেষক স্বরুপ ভট্টাচার্য্য,ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিসান আলি শেখ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *