DA Protest : বদলিতে আন্দোলনের ছায়া দেখছেন কর্মীরা – the state government has decided to transfer 250 employees of the food department


এই সময়: খাদ্য দপ্তরের আড়াইশো কর্মীকে বদলির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রাথমিক ভাবে ১৬ জনকে বদলি করা হয়েছে। ঘটনাচক্রে তাঁদের বেশিরভাগই ডিএ আন্দোলনে যুক্ত। অভিযোগ উঠেছে, আন্দোলনের কণ্ঠরোধে বদলির এই কৌশল রাজ্যের। বদলি হওয়া কর্মীদের তালিকায় রয়েছেন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন (নবপর্যায়)-এর যুগ্ম সম্পাদক এবং ডিএ আন্দোলনের প্রথম সারির নেতা সৌমেন্দ্রনারায়ণ বসু।

DA News : ডিএ চেয়ে বদলি? ক্ষোভ খাদ্য ভবনে
তাঁকে কলকাতা থেকে পূর্ব বর্ধমানে বদলির নির্দেশ দিয়ে বর্তমান দায়িত্ব থেকে রিলিজ করা হয়েছে। এই সিদ্ধান্তে মঙ্গলবার সকাল থেকে খাদ্য দপ্তরে বিক্ষোভ শুরু করে নবপর্যায়, সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ মঞ্চ। নবপর্যায়-এর সম্পাদক শ্রীবাস তিওয়ারি জানান, বদলির নির্দেশ প্রত্যাহার করা না হলে খাদ্য দপ্তরে লাগাতার অবস্থানে বসা হবে।

DA News : আজ কি মিছিল না সমাবেশ, বিভাজন সংগ্রামী যৌথ মঞ্চে
দপ্তরের এক আধিকারিকের কথায়, ‘ই-বিলিং, অনলাইন রেশন কার্ডের আবেদন, রেশন দোকানে নজরদারি সমেত নানা পরিষেবা চালু হয়েছে অনলাইনে। ফলে কলকাতায় দপ্তরের সচিবালয়ের কাজ অনেকটা কমে গিয়েছে। এমন বহু কর্মী আছেন, যাঁদের বিশেষ কাজ নেই। অথচ জেলাগুলিতে অনেক পদ শূন্য। বিশেষ করে ধান সংগ্রহ ও দুয়ারে সরকার চালু হওয়ায় জেলায় দপ্তরের কাজ বেড়েছে। তাই এই বদলি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *