তাঁকে কলকাতা থেকে পূর্ব বর্ধমানে বদলির নির্দেশ দিয়ে বর্তমান দায়িত্ব থেকে রিলিজ করা হয়েছে। এই সিদ্ধান্তে মঙ্গলবার সকাল থেকে খাদ্য দপ্তরে বিক্ষোভ শুরু করে নবপর্যায়, সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ মঞ্চ। নবপর্যায়-এর সম্পাদক শ্রীবাস তিওয়ারি জানান, বদলির নির্দেশ প্রত্যাহার করা না হলে খাদ্য দপ্তরে লাগাতার অবস্থানে বসা হবে।
দপ্তরের এক আধিকারিকের কথায়, ‘ই-বিলিং, অনলাইন রেশন কার্ডের আবেদন, রেশন দোকানে নজরদারি সমেত নানা পরিষেবা চালু হয়েছে অনলাইনে। ফলে কলকাতায় দপ্তরের সচিবালয়ের কাজ অনেকটা কমে গিয়েছে। এমন বহু কর্মী আছেন, যাঁদের বিশেষ কাজ নেই। অথচ জেলাগুলিতে অনেক পদ শূন্য। বিশেষ করে ধান সংগ্রহ ও দুয়ারে সরকার চালু হওয়ায় জেলায় দপ্তরের কাজ বেড়েছে। তাই এই বদলি।’