Dilip Ghosh : ‘এক নম্বরের বদমাইশ…’, নির্ভীক ইউটিউবার অনিন্দ্যর গ্রেফতারিতে কটাক্ষ দিলীপের – dilip ghosh commented on youtuber anindya chowdhury arrest


বুধবারই প্রতারণার অভিযোগে গ্রেফতার হয় অনিন্দ্য চৌধুরী নামে এক ইউটিউবার। তৃণমূলপন্থী এই ইউটিউবারের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অনিন্দ্য চৌধুরী নামে ওই ইউটিউবারকে ‘এক নম্বরের বদমাইশ’ বলে কটাক্ষ করে দিলীপ বলেন, “ওর কাজ মানুষের চরিত্র হনন করা। তাকে পেটানো উচিৎ। পুলিশের এত দেরি হল কেন?”

Anindya Chowdhury Fraud : নির্ভীক সাংবাদিকতার আড়ালে তোলাবাজি! গ্রেফতার ইউটিউবার অনিন্দ্য চৌধুরী
জানা গিয়েছে, ‘নির্ভীক উত্তর’ নামে একটি পোর্টাল ও ইউটিউব চ্যানেল চালান অনিন্দ্য চৌধুরী নামে ওই ব্যক্তি। সেই পোর্টালের মাধ্যমে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, সাংবাদিকদের নামে কুৎসা প্রচার করেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বুধবার বাঁশদ্রোণী থানার পুলিশ অনিন্দ্য চৌধুরী নামে ওই ইউটিউবারকে বেলঘড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। সরকারি চাকরির নাম আর্থিক প্রতারণার দায়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বিষয়টি নিয়ে দিলীপ ঘোষ বলেন, “ পুলিশের এতো দেরি হল কেন? কারণ ও তৃণমূল কংগ্রেসের হয়ে বলে। এইসব লোককে গ্রেফতার করে না। আর একটা সিনেমা ব্যান করে দেয়।”

Dilip Ghosh : ‘আদৌ দুর্ঘটনা কিনা তদন্ত হোক’, চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ে ধাক্কা নিয়ে পাশে দিলীপ
‘দ্য কেরালা স্টোরি নিয়ে এদিন ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন বিজেপি সংসদ। ‘পদ্মাবত’ নামক একটি হিন্দি চলচ্চিত্র বন্ধের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেক্ষেত্রে ‘দ্য কেরালা স্টোরি ‘ কেন নিষিদ্ধ করা হল, সেই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। তাঁর কথায়, “ওঁর অনেক ইতিহাস আছে। উনি জামাকাপড় পালটানোর মতো সকাল বিকেল মত পালটান। উনি রাজনীতির ব্যবসায়ী। তিনি দেশ, দুনিয়া, সমাজ কিছু বোঝেন না। উনি খালি রাজনীতি বোঝেন।”

The Kerala Story Banned : ‘বাংলা নিয়ে সিনেমা তৈরি হলে…’, মমতার ‘দ্য কেরালা স্টোরি’ ব্যানের সিদ্ধান্তে কটাক্ষ দিলীপের
গতকালই সাগরদিঘি কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে সরিয়ে দিয়েছে তৃণমূল। ভোট হারার এতদিন পর মুখ্যমন্ত্রীর আত্মীয় বলে পরিচিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে অপসারিত করে দেওয়া হয়। দিলীপের কটাক্ষ, “এই রাজনীতি বোঝা মুশকিল। কখনও প্রোমোশন। কখনও সাসপেন্ড। ওখানে কংগ্রেস প্রার্থী নিজের পয়সায়, নিজের শক্তিতে জিতেছে। সংখ্যালঘু সমাজ তৃণমূলকে শিক্ষা দিতে তাঁকে জিতিয়েছে।”

Dilip Ghosh : বন সহায়ক নিয়োগ তদন্তে দফতরের মন্ত্রীকেও আনা উচিত: দিলীপ
দাড়িভিট কাণ্ডে NIA তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন দিলীপ ঘোষ। পাঁচ বছর ধরে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এই ঘটনার তদন্তের দাবি জানিয়ে আসছিল বিজেপি। দিলীপ বলেন, “ওখানে গুলি চলেছে। দু’জন মারা গিয়েছে। সঠিকভাবে ময়নাতদন্ত হয়নি। আমরা পাঁচ বছর ধরে দাবি করে আসছিলাম।” এবার গোটা ঘটনার সঠিক তদন্ত হবে বলে দাবি করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *