Howrah Bankura Train : লোকাল ট্রেনেই সোজা বাঁকুড়া থেকে হাওড়া, বরাদ্দ ৩৯ কোটি! কাজ শুরু কবে? – a direct rail link is going to be developed from bankura to howrah saumitra khan informed about this


Bankura News : জুড়ছে হাওড়া-বাঁকুড়া। বাঁকুড়ার সঙ্গে সরাসরি রেলপথে যোগাযোগ তৈরি হচ্ছে হাওড়ার। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের মধ্যে বাঁকুড়ার মসাগ্রাম থেকে সরাসরি হাওড়ার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। যার জন্য রেলের তরফে ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হওয়ার কথা জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

Soumitra Khan : ‘একটা পুলিশকেও বাইরে বেরোতে দেব না…’, ফের পুলিশকে নিশানা সৌমিত্রর
রেল দফতরের সৌজন্যে কলকাতা মহানগরী আরও কাছে আসতে চলেছে বাঁকুড়ার। এবার সরাসরি রেললাইনে যুক্ত হচ্ছে বাঁকুড়া- হাওড়া। ওই কাজের জন্য গত মঙ্গলবার রেল দফতরের পক্ষ থেকে ওই কাজের টেণ্ডার আহ্বান করা হয়েছে। এবার কাজ শুরুর অপেক্ষা। বৃহস্পতিবার এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

Sujata Mondal News : ‘মদ খেতে রাতে বাড়ি ঢুকত’, সৌমিত্রের কটাক্ষ নিয়ে কী প্রতিক্রিয়া সুজাতার হবু জীবনসঙ্গীর?
প্রসঙ্গত, বর্তমানে বাঁকুড়া থেকে ট্রেনে সরাসরি হাওড়া আসতে খড়গপুর হয়ে দীর্ঘপথ ঘুরে আসতে হয়। কারণ দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া থেকে মসাগ্রাম পর্যন্ত লাইন থাকলেও হাওড়ার সঙ্গে সেই লাইনের কোন সংযোগ ছিল না। যদিও অন্যদিকে পূর্ব রেলের হাওড়া বর্ধমান লাইনে মসাগ্রাম স্টেশন রয়েছে। ফলে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের এই মসাগ্রাম লাইন অথবা স্টেশন থাকলেও দুটির মধ্যে কোনও যোগ ছিল না।

Sujata Mondal News : ‘মদ খেয়ে রাত দেড়টার সময় ঘরে ফিরত’, প্রকাশ্যে প্রাক্তন স্ত্রী সুজাতার ‘চরিত্র হনন’ সৌমিত্রর
সাংসদের দাবি , বাঁকুড়ার মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে এবার সেই কাজটাই হতে চলেছে। বাঁকুড়া থেকে যে কোনও ট্রেন মসাগ্রাম হয়ে হাওড়া থেকে চলে যেতে পারবে। ফলে এই এলাকার মানুষের কলকাতার সঙ্গে দূরত্ব ও যাতায়াতের সময় আর খরচ দুই-ই কমবে বলে অনেকে মনে করছেন।
সৌমিত্র খাঁ এদিন দাবি করেন, তিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া-মসাগ্রাম রেলপথকে পূর্ব রেলের বর্ধমান-হাওড়া রেলপথের সঙ্গে যুক্ত করার বিষয়টি নিয়ে সংসদে একাধিকবার সরব হয়েছিলেন। এবার রেল দফতর সেই দাবি মেনে এই কাজে ৩৯ কোটি টাকা মঞ্জুর করেছেন।

Saumitra khan: ‘তিহাড়়ে পটি করে ফেলে নিজেকেই কাপড় কাচতে হয়েছে’

বাঁকুড়া-মসাগ্রাম রেলপথের সঙ্গে হাওড়ার লাইন সংযোগের বিষয় দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে বাঁকুড়ার বাসিন্দারা। রেলের কলকাতা জোনাল অফিসে এই রেলপথ নিয়ে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়। অবশেষে এই রেলপথ নির্মাণের জন্য সিদ্ধান্ত নেয় রেল। হাওড়ার গতিশক্তি ইউনিট এই প্রকল্পের কাজ করবে বলে জানা গিয়েছে। আগামী দশ মাসের কাজ শেষ হয়ে যাবে বলে লখ্য নেওয়া হয়েছে। এই রেল যোগাযোগ গড়ে উঠলে গোটা বাঁকুড়া জেলার মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *