Local train derailed : শক্তিগড়ে বেলাইন, ব্যাহত হাওড়া-বর্ধমান ট্রেন চলাচল! পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের – university of burdwan cancelled phd entrance due to train problem in howrah bardhaman route


শক্তিগড়ে ট্রেন বেলাইনের ঘটনায় ব্যাহত হাওড়া বর্ধমান শাখার ট্রেন চলাচল। সেই কারণে বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন না পেয়ে দুর্ভোগে পড়েন অফিসযাত্রী থেকে শুরু করে পড়ুয়ারা। ট্রেন দুর্ভোগের কারণে এবার স্থগিত হয়ে গেল পরীক্ষা। ট্রেন যন্ত্রণার কারণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। বহু দূরপাল্লার ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি দেরিতে চলছে। এই কারণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, বৃহস্পতি এবং শুক্রবারের নির্ধারিত ‘পিএইচডি এডমিশন টেস্ট’ পরীক্ষা স্থগিত করা হয়।

Local Train News : ব্যাহত বর্ধমান-হাওড়া ট্রেন পরিষেবা! লোকাল না পেয়ে হয়রানির মুখে যাত্রীরা
বেষণার প্রবেশিকা পরীক্ষা স্থগিত হওয়ার কারণে সমস্যার মধ্যে পড়েছেন পরীক্ষার্থীরা। এদিন সকালে বহু পরীক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে লাগানো নোটিশ দেখে তাঁরা ফিরে যান। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।

‘আমরা মালদা থেকে এসেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমাদের পিএইচডির পরীক্ষা ছিল। সেই পরীক্ষা হঠাৎ বাতিল হয়ে যায়। সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা জানতে পারি। কোনও রেল দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে বলে নোটিশে জানানো হয়েছে। আগেই বাতিল করে দেওয়া হয়েছে। আমরা ১০০ জন ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা সেখানে ছিলেন। অনেকে দূর দূর থেকে এসেছেন। পরীক্ষা যখন হবে না, বাড়ি ফিরে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছে। ট্রেন একটু দেরিতে চলছে বলে শুনেছি। আমরা সমস্যার মধ্যে পড়েছি।’

Tarakeswar To Howrah Train: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি! আরামবাগ-তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল ব্যাহত
এদিকে ট্রেন চলাচল বন্ধের কারণে সকাল থেকে সমস্যার মধ্যে পড়েন অফিস যাত্রীরা। বর্ধমান থেকে হাওড়াগামী কোনও ট্রেন চলছিল না। অনেক এক্সপ্রেসে ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়ায় হয়। বিভিন্ন স্টেশনে নিত্যযাত্রীদের ভিড় ছিল। অনেকেই ট্রেন না পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ট্রেন না চলার জন্য জরুরি কাজও অনেকে বাতিল করতে হয়েছে।

বর্ধমান থেকে জমি সংক্রান্ত জরুরি কাজে কলকাতা আসার আসার কথা ছিল মনতোষ রায়ের। বর্ধমান স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ট্রেন না পেয়ে ফিরে যান তিনি। ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অত্যন্ত জরুরি কাজে কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেন না পেয়ে এখন বাড়ি ফিরে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। আমাকে হয়তো এর অনেক বড় খেসারত দিতে হবে।’

Bardhaman Bandel Local : শক্তিগড়ের কাছে লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল, তীব্র চাঞ্চল্য
অন্যদিকে রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেনের দুটি কামরা বেলাইন হয়। কোনও হতাহত হয়নি, কারও আঘাত লাগেনি। রেল জানিয়েছে, এই ঘটনার কারণে ট্রেন চলাচলে সাময়িক প্রভাব পড়লেও এখন কর্ড লাইনে ট্রেন চলাচল করছে। পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *