Malda News : ‘রাস্তা নেই তাই ভোটও নেই’, বিক্ষোভ-হুঁশিয়ারি চাঁচলের গ্রামবাসীদের – villager threatened for vote boycott at malda chanchal due to no road


West Bengal News : গ্রামে হয়নি রাস্তা, তাই এবার ভোটও পাবেন না নেতারা। আগে রাস্তা হবে, তারপর ভোট। আর কোনও প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে নারাজ এলাকাবাসী। একজোট হয়ে বেহাল রাস্তা সংস্কারের রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালেন সবাই। ভোট বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হল।

চাঁচল শহর থেকে ঢিলছোড়া দূরত্বে চাঁচল গ্রাম পঞ্চায়েতরই অন্তর্গত নগাছিয়া শিহিপুর গ্রামে রাস্তার বেহাল দশা। আর সেই কারণেই আজকের এই বিক্ষোভ। তৃণমূল পরিচালিত মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে সিহিপুর -নৌগাছিয়া গ্রাম। স্বাধীনতার পরেও এখনও ওই গ্রাম ছোঁয়া পায়নি উন্নয়নের।

Nadia News : পানীয় জলের সংকট থেকে বাসস্থানের অভাব, চরম দুর্দশায় দিন কাটছে নদিয়ার এই গ্রামের বাসিন্দাদের
গ্রাম এলাকায় অনেক নেতা বদলেছে, বদলেছে নেতাদের চেয়ার। কিন্তু দশকের পর দশক ধরে নৌগাছিয়া গ্রামের রাস্তা কর্দমাক্ত, প্যাচপ্যাচে। কাদার উপর পা ফেলে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। শীত হোক বা গ্রীষ্ম, বর্ষা, বছরের সব ঋতুতে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের।

শুধু বেহাল রাস্তায় নয়, এলাকায় পানীয় জলের সংকট, বিদ্যুতের সংকট সহ একাধিক নাগরিক পরিষেবা থেকে বিচ্ছিন্ন গ্রামের সাধারণ মানুষ। গ্রামের হাল ফেরানোর জন্য একাধিকবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের চৌকাঠে পা রেখেছেন গ্রামবাসীরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, চাঁচল গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত।

Pathashree Project : পথশ্রী প্রকল্পে রাস্তার কাজের দাবিতে জিটি রোড অবরোধ গ্রামবাসীদের, ক্ষমা চাইলেন সভাপতি
কিন্তু নৌগাছিয়া বুথে CPIM-এর পঞ্চায়েত সদস্যকে ভোট দিয়ে জয়ী করানোর কারণে বঞ্চিত এই গ্রাম। এক গ্রামবাসী বলেন, “এলাকায় রাস্তাঘাট বেহাল, রয়েছে পানীয় জলের যথেষ্ট সমস্যা। কিন্তু কোনও কাজই হয় না। তাই আমরা গ্রামবাসীরা সিদ্ধান্ত নিয়েছি এবার পঞ্চায়েত ভোট আমরা বয়কট করব। গ্রামের কেউ ভোট দিতে যাব না।”

এদিকে CPIM-এর পঞ্চায়েত সদস্য এসানুল হক বলেন, “বিরোধী দলের পঞ্চায়েত সদস্য হওয়ায় শাসকদলের পঞ্চায়েত কোনও কাজ করছে না। বঞ্চিত করে রেখেছে আমাকে।” তৃণমূলের সদস্যদের তুলনায় তিনি কাজ পান না বলে অভিযোগ। পঞ্চায়েত ভোটের মুখে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকার ঘটনা সামনে আসতেই রাজ্যের শাসক দল তৃণমূলকে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

চাঁচল ১ নং মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক সুমিত সরকার বলেন, “BJP হোক বা CPIM বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজ দিচ্ছে না শাসকদলের পঞ্চায়েত। এই ঘটনা সব এলাকায় ঘটছে। পাকা রাস্তার উপরেই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে কাজ করা হচ্ছে, কিন্তু বেহাল রাস্তার হাল ফিরছে না।”

Bankura News : পানীয় জলের সমস্যা, সঙ্গে দোসর ভগ্ন রাস্তা! ভোট বয়কটের ডাক ছাতনায়
এদিকে, কাউকে বঞ্চনা করা হচ্ছে না, শাসক বিরোধী সবাই কাজ পাচ্ছেন, বিরোধীরা মিথ্যে অভিযোগ করছেন, সাফাই মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেনের। তিনি বলেন, “রাজ্য সরকার উদ্যোগী হয়ে মালদায় একাধিক রাস্তা পাকা করেছে। বিরোধীরা মন্তব্য করতে পারে। কিন্তু কাজ করে তৃণমূল সরকার। চাঁচল গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের জোয়ার বয়েছে। তবে নৌগাছিয়ার রাস্তাটি কেন পাকা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *