Suvendu Adhikari : সিমলাপালে শুভেন্দুর সভার মিলল না অনুমতি, হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিজেপির – suvendu adhikari meeting in bankura simlapal is not allowed by police


Bankura News : মিলল না পুলিশের অনুমতি। বাঁকুড়া জেলার সিমলাপালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল না পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি বিজেপির। বিরোধীদের কণ্ঠরোধ করার জন্যেই সরকারের নির্দেশে পুলিশ অনুমতি দিতে চাইছে না বলে দাবি বিজেপির। বিষয়টি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলে পালটা দাবি তৃণমূলের। উল্লেখ্য, এর আগে পটাশপুর, চন্দ্রকোনাতেও শুভেন্দু অধিকারীর সভা নিয়ে টালবাহানা হয়।

Suvendu Adhikari Abhishek Banerjee: ‘রায়গঞ্জের বিধায়কের বাড়ি থেকে আয়কর বাজেয়াপ্ত করেছে ৬ কোটি সোনা,’ কৃষ্ণ কল্যাণীকে কটাক্ষ শুভেন্দুর
বুধবার রাতে বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল জানান, পুলিশি অনুমতি না মেলায়’ সিমলাপালে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব নির্ধারিত সভা ‘বাতিল’ করা হয়েছে। প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বিকেলে সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা করার কথা ছিল বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই মতো যাবতীয় প্রচার ও প্রস্তুতি সেরে ফেলেছিল গেরুয়া শিবির।

Moyna BJP Leader Death : ময়নায় খুনে শুভেন্দুকে জেরা করা হোক, দাবি তৃণমূলের
বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এদিন রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, “সমস্ত নিয়ম মেনে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হলেও পুলিশ অনুমতি দিতে টালবাহানা করছিল। সভার আগের রাতেও পুলিশি অনুমতি না পেয়ে সভা স্থগিত রাখতে হলো। রাজ্যের পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রী যেখানে ঠিকই করে ফেলেছেন তাঁরা বিরোধী দলনেতার কার্যক্রমে বাধা দেবেন সেখানে আর তাঁদের উপর ভরসা রাখা যায় না।” আগামী দিনে হাইকোর্ট থেকে অনুমতি নিয়েই সিমলাপালেই তাঁরা সভা করবেন বলে জানান তিনি।

Suvendu Adhikari Calcutta High Court : চণ্ডীপুরে কনভয়ের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, CBI তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু
বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এদিন বলেন, “পুলিশের এখন প্রধান কাজ বিজেপিকে আটকানো। বিজেপির কর্মসূচী দেখে এ রাজ্যের শাসক দল আতঙ্কিত। তাই পুলিশের নিজস্ব কাজ না করে বিজেপিকে আটকাতে চাইছে।” রাজ্যের মানুষ সব দেখছেন, আগামী দিনে এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলে জানান তিনি। পরবর্তীকালে হাইকোর্টের অনুমতি নিয়ে সিমলাপালে শুভেন্দু অধিকারীর সভা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিজেপির তরফে।

Abhishek Banerjee Suvendu Adhikari : ‘গাড়ি দিয়ে পিষে মেরে চলে যাচ্ছে…’, চণ্ডীপুর নিয়ে শুভেন্দুকে নিশানা অভিষেকের
তবে, গোটা বিষয় নিয়ে বিজেপি জোর করে ইস্যু বানাতে চাইছে বলে মত তৃণমূলের। এ প্রসঙ্গে সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু বলেন, “ওই সভায় লোক হবে না বুঝতে পেরেই তড়িঘড়ি বিজেপি সভা বাতিল করেছে। শুভেন্দু অধিকারী এলেই বুঝতে পারতেন সিমলাপাল এলাকায় তাঁর দলের জনভিত্তি কতোটা।” পুলিশি অনুমতি না দেওয়ার বিষয়টি বলে বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও তিনি দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *