শহরের প্রতিটি পুর-স্বাস্থ্যকেন্দ্রে থ্যালাসেমিয়া টেস্ট চালু করতে চলেছে কলকাতা পুরসভা। পুর-চিকিৎসকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা হচ্ছে।

হাইলাইটস
- থ্যালাসেমিয়া কারও শরীরে বাসা বেঁধেছে কিনা
- সেই পরীক্ষা এ বার শহরের প্রতিটি পুর-স্বাস্থ্যকেন্দ্রে চালু করতে চলেছে কলকাতা পুরসভা
- এ জন্যে পুর-চিকিৎসকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা হচ্ছে
পুরসভার পক্ষ থেকে ১৫ জন চিকিৎসককে দিল্লিতেও পাঠানো হবে থ্যালাসেমিয়া টেস্টের প্রশিক্ষণের জন্যে। যাঁরা প্রশিক্ষণে যাবেন, তাঁদের আগামী তিন বছর এই প্রজেক্টে যুক্ত থাকার অঙ্গীকার করতে হবে। ওই চিকিৎসকেরা ফিরে এসে পুরসভার দেড়শো চিকিৎসক, স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেবেন।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ