Thalassemia Test : থ্যালাসেমিয়া পরীক্ষা সব পুর-স্বাস্থ্যকেন্দ্রে – kolkata municipality is going to introduce thalassemia test in every municipal health center of the city


শহরের প্রতিটি পুর-স্বাস্থ্যকেন্দ্রে থ‌্যালাসেমিয়া টেস্ট চালু করতে চলেছে কলকাতা পুরসভা। পুর-চিকিৎসকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা হচ্ছে।

 

Kolkata Municipality
কলকাতা পুরসভা

হাইলাইটস

  • থ্যালাসেমিয়া কারও শরীরে বাসা বেঁধেছে কিনা
  • সেই পরীক্ষা এ বার শহরের প্রতিটি পুর-স্বাস্থ্যকেন্দ্রে চালু করতে চলেছে কলকাতা পুরসভা
  • এ জন্যে পুর-চিকিৎসকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা হচ্ছে
এই সময়: থ্যালাসেমিয়া কারও শরীরে বাসা বেঁধেছে কিনা, সেই পরীক্ষা এ বার শহরের প্রতিটি পুর-স্বাস্থ্যকেন্দ্রে চালু করতে চলেছে কলকাতা পুরসভা। এ জন্যে পুর-চিকিৎসকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা হচ্ছে। বেসরকারি সংস্থার সমীক্ষা বলছে, শহরে বর্তমান মোট জনসংখ্যার ৪ শতাংশ থ্যালাসেমিয়া আক্রান্ত। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের এক কর্তার বক্তব্য, একটি সংস্থার সহযোগিতায় চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তার পরেই শুরু হবে পরীক্ষা। যাতে তাঁরা এই রোগে আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা দিতে পারেন।

Kolkata Municipality : আবাসনের নিকাশি জট ছাড়াতে পুর-বিধি বদল
পুরসভার পক্ষ থেকে ১৫ জন চিকিৎসককে দিল্লিতেও পাঠানো হবে থ‌্যালাসেমিয়া টেস্টের প্রশিক্ষণের জন্যে। যাঁরা প্রশিক্ষণে যাবেন, তাঁদের আগামী তিন বছর এই প্রজেক্টে যুক্ত থাকার অঙ্গীকার করতে হবে। ওই চিকিৎসকেরা ফিরে এসে পুরসভার দেড়শো চিকিৎসক, স্বাস্থ‌্যকর্মীকে প্রশিক্ষণ দেবেন।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *