এরপর বারাসতের একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও তোলে। শুরু হয় জয় শ্রীরাম ধ্বনি। অবশেষে বারাসত চাঁপাডালি মোড়ে রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করে তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ।
অবশেষে পুলিশের হস্তক্ষেপেই অবরোধ ওঠে এবং BJP-র যুব মোর্চার কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে যে কুশপুত্তলিকায় আগুন দেওয়ার পরিকল্পনা নেয়, তা পুলিশি হস্তক্ষেপে ব্যর্থ হয়। বিক্ষোভকারী নেতৃত্বের দাবি, যদি এক সপ্তাহের মধ্যে ছবিটি পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলিতে সম্প্রচার করতে না দেওয়া হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দলোনের পথে যাবেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন এই ছবি সম্প্রচার করতে দিচ্ছেন না, তার ব্যাখ্যাও দেয় যুব মোর্চার সদস্যরা। এদিকে, ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো বন্ধ হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার রাতে সেক্টর ফাইভে আরডিবি সিনেমা হলের সামনে BJP সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের কোনও পারমিশন না থাকায় পুলিশ তাঁদের আটক করতে গেলে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের দিকে রীতিমতো মারমুখী হয়ে ওঠেন BJP কর্মী সমর্থকরা।
সম্প্রতি মুক্তি পাওয়া দ্য কেরালা স্টোরি প্রদর্শন বন্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। এই ছবি নিয়ে নানাবিধ বিতর্ক সৃষ্টি হয়েছে। আর তাই পশ্চিমবঙ্গ সরকার এই ছবির প্রদর্শন সম্পূর্ণভাবে রাজ্য জুড়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদে বুধবার রাতে BJP-এর পক্ষ থেকে সল্টলেক সেক্টর ফাইভের আরডিবি সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখায়।
সেখানে উপস্থিত ছিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশও। পুলিশের তরফ থেকে তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভ চলাকালীন এক BJP নেতা রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, “অন্যায়ভাবে ছবিটিকে রাজ্যে চলতে দেওয়া হচ্ছে না। ছবিটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তৈরি। কোনও নির্দিষ্ট ধর্ম বা জাতিকে এই ছবিতে ছোট করা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী ছবিটি না দেখেই নিজের ইচ্ছে মতো নিষিদ্ধ ঘোষণা করেছেন।”