The Kerala Story : ছবি ‘নিষিদ্ধ’র বিরুদ্ধে ফের প্রতিবাদে পথে BJP, বারাসত-সেক্টর ফাইভে ব্যাপক উত্তেজনা – bjp conducted protest at barasat and sector v against the kerala story ban


Uttar 24 Pargana : পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি প্রদর্শন করা যাবে না কোনও প্রেক্ষাগৃহে, এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তারই প্রতিবাদে বারাসতে রাস্তায় নামল BJP-র যুব মোর্চা। তাঁরা রাস্তা আটকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাতে আগুন ধরানোর চেষ্টা করলেও তা পুলিশ ব্যর্থ করে। BJP-র যুব মোর্চা ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন বন্ধের প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে এক প্রতিবাদ মিছিল বের করে।

এরপর বারাসতের একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগানও তোলে। শুরু হয় জয় শ্রীরাম ধ্বনি। অবশেষে বারাসত চাঁপাডালি মোড়ে রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করে তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ।

The Kerala Story : ‘নিষিদ্ধ’ দ্য কেরালা স্টোরি দেখানোর ব্যবস্থা BJP, হঠাৎ বন্ধ প্রদর্শন! বিতর্ক
অবশেষে পুলিশের হস্তক্ষেপেই অবরোধ ওঠে এবং BJP-র যুব মোর্চার কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে যে কুশপুত্তলিকায় আগুন দেওয়ার পরিকল্পনা নেয়, তা পুলিশি হস্তক্ষেপে ব্যর্থ হয়। বিক্ষোভকারী নেতৃত্বের দাবি, যদি এক সপ্তাহের মধ্যে ছবিটি পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলিতে সম্প্রচার করতে না দেওয়া হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দলোনের পথে যাবেন।

The Kerala Story : মমতার পালটা যোগী, উত্তরপ্রদেশে করমুক্ত ‘দ্য কেরালা স্টোরি’
পাশাপাশি মুখ্যমন্ত্রী কেন এই ছবি সম্প্রচার করতে দিচ্ছেন না, তার ব্যাখ্যাও দেয় যুব মোর্চার সদস্যরা। এদিকে, ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো বন্ধ হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার রাতে সেক্টর ফাইভে আরডিবি সিনেমা হলের সামনে BJP সমর্থকরা তুমুল বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের কোনও পারমিশন না থাকায় পুলিশ তাঁদের আটক করতে গেলে ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের দিকে রীতিমতো মারমুখী হয়ে ওঠেন BJP কর্মী সমর্থকরা।

সম্প্রতি মুক্তি পাওয়া দ্য কেরালা স্টোরি প্রদর্শন বন্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। এই ছবি নিয়ে নানাবিধ বিতর্ক সৃষ্টি হয়েছে। আর তাই পশ্চিমবঙ্গ সরকার এই ছবির প্রদর্শন সম্পূর্ণভাবে রাজ্য জুড়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদে বুধবার রাতে BJP-এর পক্ষ থেকে সল্টলেক সেক্টর ফাইভের আরডিবি সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখায়।

The Kerala Story : ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ বাংলায়, টিকিট কেটেও দেখতে না পেয়ে ক্ষোভ! ধুন্ধুমার বেলঘড়িয়ায়
সেখানে উপস্থিত ছিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশও। পুলিশের তরফ থেকে তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভ চলাকালীন এক BJP নেতা রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, “অন্যায়ভাবে ছবিটিকে রাজ্যে চলতে দেওয়া হচ্ছে না। ছবিটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তৈরি। কোনও নির্দিষ্ট ধর্ম বা জাতিকে এই ছবিতে ছোট করা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী ছবিটি না দেখেই নিজের ইচ্ছে মতো নিষিদ্ধ ঘোষণা করেছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *