প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে ৫ বছরের সন্তানকে ‘খুন’ মায়ের! বাবার অভিযোগে অবশেষে গ্রেফতার


তথাগত চক্রবর্তী: প্রেমিকের সাথে হাত মিলিয়ে ৫ বছরের সন্তানকে খুনের অভিযোগ মা ও প্রেমিকের বিরুদ্ধে ৷ ঘটনার প্রায় এক বছর পর গ্রেফতার মা ও তার প্রেমিক ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে সোনারপুর থানার পুলিশ সুত্রে ৷ কলকাতার ভবানীপুরের বাসিন্দা রাহুল রজক ৷ তিনি ২০১৫ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন রেখা রজককে ৷ বিয়ের পর সোনারপুরের রাজপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন ৷ ২০১৭ সালে তার দুটি পুত্র সন্তান হয় ৷

আরও পড়ুন, Abhishek Bandyopadhyay | Birbhum: শেষ মুহূর্তে ফের কোর কমিটির বৈঠক, একগুচ্ছ নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বড়ছেলেকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন ৷ আর ছোটছেলে মানুষ হচ্ছিল তাদের সাথেই ৷ এরপর কর্মসুত্রে কেরালায় চলে যান রাহুল ৷ স্ত্রী সন্তানকে নিয়ে একাই থাকত ৷ ইতিমধ্যে কোদালিয়ার বাসিন্দা তুষার নন্দীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় রেখার ৷ ভাড়া বাড়ি ছেড়ে তুষারের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন তিনি ৷ ২০২২ সালে ১৭ই জুলাই খাট থেকে পড়ে গিয়ে ছোট ছেলে মারা গিয়েছে বলে রাহুলকে জানানো হয় ৷ চলতি বছরের মার্চ মাসে বাড়ি ফিরে এসে এই ঘটনার বিচার চেয়ে স্ত্রীকে নিয়ে থানায় অভিযোগ জানাতে চাইলে স্ত্রী যেতে অস্বীকার করে ৷

ছেলের মৄত্যুর বিচার চেয়ে চলতি বছরের ৬ই এপ্রিল সোনারপুর থানা, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ও নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানান তিনি ৷ ১৬ই এপ্রিল এই ঘটনায় সোনারপুর থানায় FIR রুজু করা হয় ৷ এই ঘটনার তদন্তে নেমে প্রেমিক ও প্রেমিকা দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ যদিও রেখা তুষারের সাথে সম্পর্ক ভেঙে নতুন একজনের সাথে বাসন্তী থানা এলাকায় সংসার করছিলেন বলে জানা গিয়েছে ৷ ধৄতদের বিরুদ্ধে ৩০২ ও ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে ৷

এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে ৷ অভিযোগকারী রাহুল রজকের দাবী তার ছেলেকে খুন করা হয়েছে ৷ এই ঘটনার দৄষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি ৷ 

আরও পড়ুন, Cyclone Mocha: অতি শক্তিশালী হচ্ছে মোকা! কলকাতা সহ কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূবার্ভাস?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *