Abhishek Banerjee : জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ হাইকোর্টের, মামলা থেকে মুক্তি চেয়ে আবেদন অভিষেকের – abhishek banerjee has filed an application seeking release from the case which was ordered by the calcutta high court



এই সময়: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই মামলা থেকে মুক্তি চেয়ে আবেদন জমা পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আজ, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। এর আগে হাইকোর্টের অন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চিঠির বিষয়ে অভিষেককে কুন্তলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছিলেন।

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে পার্টি করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা
পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাটি বিচারপতি সিনহার এজলাসে স্থানান্তরিত হয়। এর আগের শুনানিতে বিচারপতি সিনহার এজলাসে অভিষেকের আইনজীবী জানান, এই মামলায় তাঁদের পক্ষ করা হয়নি। তাঁদের বক্তব্যও এর আগে শোনা হয়নি। বিচারপতি অভিষেকের আইনজীবীকে বলেছিলেন, তাঁরা নিজেরা চাইলে এই মামলায় যুক্ত হতেই পারেন। তারপরে বৃহস্পতিবার অভিষেকের তরফে মামলায় যুক্ত হওয়ার আবেদন করে বলা হলো, ওই মামলায় তাঁর কোনও ভূমিকা নেই। তাই তাঁকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *