Coal Smuggling Case : সঙ্গী বিনয়, কয়লা পাচারকাণ্ডে ৪ দিনের CBI হেফাজতে ECL – CISF কর্তা – ecl cisf chief and binay mishra in 4 day cbi custody over coal smuggling case


Asansol News : কয়লা পাচারকাণ্ডে ৪ দিনের সিবিআই হেফাজত ইসিএলের প্রাক্তন ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন সুনীল কুমার ঝাঁ ও সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিং-এর। হেফাজতে নেওয়ার পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কয়লা পাচার নিয়ে একাধিক তথ্য উঠে আসবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। আগামী ১৬ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। অন্যদিকে, সিবিআই এদিন হেফাজতে পায় বিনয় মিশ্রকেও। চারদিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে বিনয় মিশ্রকে।

Coal Scam : কয়লা পাচার কাণ্ডে ফের ধরপাকড়! এবার সিবিআইয়ের জালে ECL-র প্রাক্তন ডিরেক্টর
বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল ইসিএলের প্রাক্তন ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন সুনীল কুমার ঝাঁ ও সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিংকে। গ্রেফতারের পর আজ আসানসোল সিবিআই আদালতে তাদের তোলা হয়। চারদিনের রিমান্ড চেয়ে সিবিআই আইনজীবী আবেদন জানিয়েছিলেন।

Coal Smuggling Case : দিল্লিতে এসে ইডির মুখোমুখি হতে কী অসুবিধা, প্রশ্ন কোর্টের
যদিও এই আবেদনের প্রতিবাদ করে ধৃতদের আইনজীবী শেখর কুণ্ডু বলেন দুজনকেই শমন পাঠানো হয়েছিল। তারা হাজির হন। পরবর্তীকালে তাদের গ্রেফতার করা হয়। যেহেতু তারা তদন্তে সহযোগিতা করছেন, তাই তাদের দু’দিন হেফাজত দেওয়া হয়। বিচারক ৪ দিনের রিমান্ডেই পাঠান দু’জনকে।

জানা গিয়েছে, কয়লাকাণ্ডে তিনজন স্বাক্ষীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল। সেখান থেকেই এদের নাম বেরিয়ে আসে। এদের নামে আর্থিক লেনদেনের বেশ কিছু ভাউচার পাওয়া যায়। সেই ভাউচার গুলি ২০০৯ সালের হলেও আসলে সেটা ২০১৯ সাল বলে দাবি সিবিআই এর আইনজীবী রাকেশ কুমারের।

Jitendra Tiwari: CID তদন্তে স্থগিতাদেশ, কয়লা পাচার মামলায় হাইকোর্টে স্বস্তিতে জিতেন্দ্র তিওয়ারি
অনুপ মাজি ওরফে লালার লাল ডায়েরিতেও এই দুজনের নাম ছিল বলে অভিযোগ। সিবিআই কোর্টে দাবি করে, কোল সিন্ডিকেট থেকে ১ কোটি ৭০ লাখ টাকা পেয়েছেন সুনীল কুমার ঝাঁ এবং ১১ লাখ টাকা পেয়েছেন সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিং।

Coal Smuggling Case : কয়লা পাচারে প্রোটেকশন মানি! সিউড়ি থানার ওসিকে তলব CBI-র
জেরার মুখে টাকা নেওয়ার কথা স্বীকার বলে জানান সিবিআই আইনজীবী রাকেশ কুমার। তবে এদের আরও জিজ্ঞাসাবাদে আরও তথ্য মিলবে বলে দাবি সিবিআইয়ের। তাই এই দুজনকে চারদিনের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বলে কোর্টে জানান সিবিআই আইনজীবী। বিচারক তা মঞ্জুর করেন। আগামী ১৬ মে রয়েছে পরবর্তী শুনানি।

Coal Smuggling Case : বিকাশকে সুবিধা, জেল সুপার কোর্টের কোপে
কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তই অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে ধৃত ইসিএলের প্রাক্তন কর্তা ও সিআইএসএফ ইন্সপেক্টরের আর্থিক লেনদেন ছিল বলে সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে। বৃহস্পতিবার ধৃত দু’জনকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। এরপরেই তাদের গ্রেফতার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়লা পাচার কাণ্ডে তদন্ত চলাকালীন এই প্রথম কোনও সিআইএসএফ কর্তাকে গ্রেফতার করা হল।

অন্যদিকে, গত ১০ এপ্রিল সুপ্রিম কোর্ট তদন্তের স্বার্থে বিকাশ মিশ্রকে চারদিনের জন্য হেফাজতে নিতে পারে বলে নির্দেশ দেয় সিবিআইকে। শুক্রবার বিচারক রাজেশ চক্রবর্তী জানান, সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে, তা পালন করাটা প্রয়োজন। এরপরেই বিকাশকে আদালত কক্ষ থেকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই ।

বীরভূমে বেআইনি কয়লা উদ্ধার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *