Dakshin 24 Pargana : ৫ বছরের সন্তানকে খুনের অভিযোগ! এক বছর পর গ্রেফতার মা সহ প্রেমিক – sonarpur police arrest woman and lover for killing her own son


West Bengal News : প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে নিজের ৫ বছরের সন্তানকে খুনের অভিযোগ উঠল এক মহিলা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে৷ আর এই ঘটনার প্রায় এক বছর পর গ্রেফতার করা হয়েছে মা ও তাঁর প্রেমিককে৷ পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে সোনারপুর থানার পুলিশ সুত্রে৷ কলকাতার ভবানীপুরের বাসিন্দা রাহুল রজক ২০১৫ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন রেখা রজককে৷

বিয়ের পর সোনারপুরের রাজপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন তাঁরা৷ ২০১৭ সালে তাঁদের দুটি পুত্র সন্তান হয়৷ বড় ছেলেকে নিজের মায়ের কাছে পাঠিয়ে দেন রাহুল৷ আর ছোট ছেলে মানুষ হচ্ছিল রাহুল রেখার সঙ্গেই৷

Murshidabad News : সুতি পুলিশের জালে গয়না চুরি চক্রের হদিশ, গ্রেফতার ২
এরপর কর্মসুত্রে কেরালায় চলে যান রাহুল৷ স্ত্রী রেখা সন্তানকে নিয়ে একাই থাকত৷ ইতিমধ্যে কোদালিয়ার বাসিন্দা তুষার নন্দির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রেখার৷ ভাড়া বাড়ি ছেড়ে তুষারের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন তিনি৷

২০২২ সালের ১৭ জুলাই খাট থেকে পড়ে গিয়ে ছোট ছেলে মারা গিয়েছে বলে রাহুলকে জানায় রেখা৷ চলতি বছরের মার্চ মাসে বাড়ি ফিরে এসে এই ঘটনার বিচার চেয়ে স্ত্রীকে নিয়ে রাহুল থানায় অভিযোগ জানাতে চাইলে স্ত্রী যেতে অস্বীকার করে৷ এদিকে, ছেলের মৄত্যুর বিচার চেয়ে রাহুল চলতি বছরের ৬ এপ্রিল সোনারপুর থানা, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার ও নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানান৷

Dakshin 24 Pargana : যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস-অটোচালকদের মধ্যে ব্যাপক খণ্ডযুদ্ধ, সোনারপুরে আহত ১
১৬ এপ্রিল এই ঘটনায় সোনারপুর থানায় FIR রুজু করা হয়৷ তারপর ঘটনার তদন্তে নেমে প্রেমিক ও রেখা দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও রেখা তুষারের সঙ্গে সম্পর্ক ভেঙে নতুন একজনের অঙ্গে বাসন্তী থানা এলাকায় সংসার করছিলেন বলে জানা গিয়েছে৷ ধৄতদের বিরুদ্ধে ৩০২ ও ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে৷

এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার DSP মোহিত মোল্লা জানান, “অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে৷ অভিযোগকারী রাহুল রজকের দাবি তাঁর ছেলেকে খুন করা হয়েছে৷”

Tollywood Actress : টলিউডের অভিনেত্রীর বাড়িতে চড়াও প্রাক্তন স্বামী, অ্যাসিড হামলার হুমকি!
এই ঘটনার দৄষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি৷ রাহুল বলেন, “আমি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আমার স্ত্রী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়ায়। আর তাঁর সঙ্গে ঘর করার জন্যই আমার ছোট ছেলেকে মেরে ফেলে। এদের দুজনেরই কঠোর শাস্তি চাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *