Durgapur News : বেসরকারি মেডিক্যাল কলেজের নার্সিং পড়ুয়াদের আবাসনে ঢুকতে বাধা! উত্তেজনা দুর্গাপুরে – flat residents started protest against nursing students hostel in durgapur


West Bengal News : এক বেসরকারি মেডিক্যাল কলেজের নার্সিং পড়ুয়াদের সঙ্গে বিবাদ বাঁধল ওই মেডিক্যাল কলেজেরই আবাসনের আবাসিকদের। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং পড়ুয়াদের আবাসনে ঢুকতে বাধা দেন হাসপাতাল চত্বরের আবাসিকরা। ওই হাসপাতাল সংস্থার বহুতলের আবাসিকদের অভিযোগ, নার্সিং পড়ুয়াদের বহুতল আবাসনে থাকার জন্য নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আবাসিকদের। আবাসনের সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে আবাসিকদের।

Bankura Sammilani Medical College : হাসপাতাল চত্বরে মাইক নিয়ে বিক্ষোভ প্রদর্শন, বিতর্কে বাঁকুড়ার BJP বিধায়ক
এদিন প্রায় ৮০ জন নার্সিং পড়ুয়াকে ওই আবাসনে থাকার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি আবাসিকদের মধ্যে জানাজানি হতেই তাঁরা পড়ুয়াদের আবাসনের হোস্টেলে ঢুকতে বাধা দেন। এই কারণে বিকেল থেকে রাত পর্যন্ত পড়ুয়ারা নিজেদের লাগেজ নিয়ে আবাসনের বাইরে বসে থাকে।

এই বিষয়ে আবাসিকরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। আবাসিকদের দাবি, আবাসিক এলাকায় পড়ুয়াদের হোস্টেল করা যাবে না। কোনও মতেই ওই পড়ুয়াদের আবাসনে রাখা যাবে না। এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ

World Nurse Day 2023 : বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে উৎসাহের সঙ্গে পালিত আন্তর্জাতিক নার্স দিবস
এই বিষয়ে কথা বলতে গিয়ে ওই আবাসনের আবাসিক প্রফেসর জিবি কর্মকার জানান, “এটা একটা ১৪ তলা বিল্ডিং। এখানে সবাই পরিবার নিয়েই থাকেন। কিন্তু অনেকদিন থেকেই এখানে বেশ কিছু নার্সিং পড়ুয়াকে হোস্টেল করে রাখা হচ্ছিল। এই বিষয়ে আমরা অনেকবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা বলেছিলেন যে হোস্টেল নির্মাণের কাজ চলছে। সেটা সম্পূর্ণ হলেই এই নার্সিং পড়ুয়াদের এই আবাসন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেটা করা হয়নি। আজ সন্ধ্যেবেলা হঠাৎ দেখা যায় দুটি বাসে করে আরও অনেক নার্সিং পড়ুয়াকে এই আবাসনে নিয়ে আসা হয়েছে। প্রায় ৮০ জন রয়েছে এর মধ্যে।”

Durgapur News : ছিল রাষ্ট্রায়ত্ত পি অ্যান্ড টি কলোনি, রক্ষণাবেক্ষণের অভাবে এখন তা সমাজবিরোধীদের আখড়া!
উনি আরও বলেন, “আমাদের আপত্তি এখানেই। এত এত পড়ুয়াকে রাখা হলে এই গরমকালে তীব্র জলের কষ্ট শুরু হবে। কারণ জলের ট্যাংক এতজনের জন্য জল ধারণ করতে পারবে না। আরও একটি বিষয় রয়েছে, সেটা হল লিফট। এই নার্সিং পড়ুয়ারা দিনরাত লিফট ব্যবহার করছে। যার ফলে আবাসিকরা ঠিকঠাক লিফটের পরিষেবা পাচ্ছেন না। ১৪ তলাতে ওঠার জন্য অনেক সময়েই বেশ অনেকক্ষন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই কারণেই আজ আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছি।” বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *