Howrah News : জমি সংক্রান্ত বচসার জেরে ব্যবসায়ীকে মারধর! তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ – allegation against a tmc leader for beating a businessman at panchla area


West Bengal News : পঞ্চায়েত নির্বাচনের আগে আবার তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল পাঁচলার জুজুরশা এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নাম খলিল আহমেদ। এমনকি তৃণমূল নেতার এই দাদাগিরির গোটা ঘটনাটা CCTV ক্যামেরায় বন্দিও হয়েছে। আর এই CCTV ফুটেজ সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে শাসক দল।

যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। জানা গিয়েছে, জুজুরশা এলাকার বাসিন্দা সত্যম জাটির পারিবারিক কাঠের মিল আছে। এছাড়াও সত্যম জাটি এমব্রয়ডারি কাজের সঙ্গে যুক্ত।

Nadia News : প্রেমের সালিশি করতে গিয়ে বেকায়দায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, হইচই শান্তিপুরে
জানা গিয়েছে, সত্যম জাটির একটা জমি নিয়ে এক ব্যক্তির সঙ্গে কয়েকদিন ধরেই তাঁর ঝামেলা চলছিল। বৃহস্পতিবার ওই জমি মাপঝোকের কথা ছিল। সত্যম জাটি জানান, “বৃহস্পতিবার সকালে জমি মাপার জন্য আমার আমিন বা সার্ভেয়ার এলেও অন্য পক্ষের আমিন না আসায় জমির মাপ করা হয়নি‌।”

তিনি জানান, “এরপর সকাল দশটা নাগাদ স্থানীয় তৃণমূল কার্যালয় থেকে আমাকে সেখানে ডেকে পাঠানো হয়। কিন্তু আমি সেখানে না যাওয়ায় কয়েকজন তৃণমূল কর্মী আমার কারখানায় এসে হাজির হয়। তাঁদের সঙ্গে আমাকে তৃণমূলের দলীয় কার্যালয়ে যাওয়ার কথা বলা হয়।”

ব্যবসায়ীর আরও অভিযোগ, “এর কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল নেতা খলিল আহমেদ আমার কারখানায় এসে হাজির হয়। আমাকে ব্যাপক মারধর করে। পরে ওই তৃণমূল নেতা চলে যায়। এরপর আমি পাঁচলা থানায় খলিল আহমেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।”

TMC Group Clash: তৃণমূল বনাম তৃণমূল! দলের এক নেতা অপর নেতার বিরুদ্ধে আনলেন গুরুতর অভিযোগ
অন্যদিকে এই ঘটনার পর অভিযুক্ত তৃণমূল নেতা মেয়াদ উত্তীর্ণ মালপত্র বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী সত্যম জাটির বিরুদ্ধে পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সত্যম বাবু জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় তৃণমূল কর্মীরা পুনরায় আমার কারখানায় এসে এখানকার CCTV ক্যামেরার হার্ডডিস্ক সহ সবকিছু খুলে নিয়ে যায়।”

ব্যবসায়ীর অভিযোগ, তিনি পাঁচলা থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি উলটে ওই তৃণমূল নেতা তাঁর বিরুদ্ধে অভিযোগ করায় পুলিশ তাঁর খোঁজ করছে। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা খলিল আহমেদ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, কয়েক বছর আগের পুরনো CCTV ফুটেজ দেখিয়ে ওই ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে বদনাম করছেন

TMC Leader Arrest : বর্ধমান স্টেশন চত্বরে দোকান-গাড়ি ভাঙচুর, গ্রেফতার তৃণমূল নেতা
খলিল আহমেদ জানান, “বৃহস্পতিবার আমি ওই ব্যবসায়ীর কারখানায় যাইনি। ওই ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ মালপত্র বিক্রি করায় আমি তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। তাই ওই ব্যবসায়ী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।” যদিও এই ব্যাপারে পাঁচলার বিধায়ক গুলশান মল্লিককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *