Jalpaiguri News : জলপাইগুড়িতে দম্পতির আত্মহত্যা, ঘটনায় গ্রেফতার আরও ১ – another accused arrested by police due to jalpaiguri case


West Bengal News : ভট্টাচার্য দম্পতিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় আরও এক অভিযুক্ত সোনালী বিশ্বাসকে গ্রেফতার করল কোতয়ালী থানার পুলিশ। সুইসাইড নোটে মোট চার জনের নাম ছিল। তাদের মধ্যে গত বুধবার ১৪নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর সন্দীপ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। গতকাল গভীর রাতে সোনালী বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় আরও দুই অভিযুক্ত বাইরে আছে। আজ সোনালীকে আদালতে তোলা হয়। গত ১ এপ্রিল জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা সমাজকর্মী অপর্ণা ভট্টাচার্য ও তার স্বামী সুবোধ ভট্টাচার্য নিজের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন৷

Jalpaiguri News : দম্পতি আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের আত্মসমর্পণ, শোরগোল জলপাইগুড়িতে
অভিযোগ ছিল জলপাইগুড়ি পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, ১৪নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর সন্দীপ ঘোষ, মনুময় সরকার ও সোনালী বিশ্বাস এই চারজন প্রতিনিয়ত মৃত অপর্ণা ভট্টাচার্য ও সুবোধ ভট্টাচার্যকে প্রাণনাশের হুমকি দিত। এমনটাই চার পাতার সুইসাইড নোটে লিখে গিয়েছেন অপর্ণা ভট্টাচার্য ও তার স্বামী সুবোধ ভট্টাচার্য।

এর পরেই মৃত সুবোধ ভট্টাচার্যের দিদি তথা BJP বিধায়ক শিখা চট্টোপাধ্যায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এই চার অভিযুক্তর বিরুদ্ধে মামলা করেন। পাশাপাশি সৈকত চট্টোপাধ্যায় এক জন প্রভাবশালী তৃণমুল নেতা, তাই পুলিশ এই ঘটনায় তদন্ত করছে না, তাই ঘটনার CBI তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি মামলা করেন তিনি৷

Calcutta High Court : CID-র ভূমিকায় ক্ষুব্ধ আদালত! দাড়িভিটকাণ্ডে NIA তদন্তের নির্দেশ বিচারপতি মান্থার
BJP-র অভিযোগ, আদালতের চাপেই শেষ পর্যন্ত দুই অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ৷ অন্যদিকে সোনালীর দাবি তাঁকে ফাঁসানো হয়েছে৷ তিনি বলেন, “আমি অপর্ণা ভট্টাচার্যকে স্বামীর চাকরির জন্য ২০১৩ সালে ৫ লাখ ৬০ হাজার টাকা দিয়েছিলাম। কিন্তু চাকরি হয়নি। আমার প্রাপ্য টাকা চেয়েছিলাম আমি। কোনও হুমকি বা অত্যাচার করা হয়নি।”

অন্যদিকে এই ঘটনার CBI তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা করেছিলেন শিখা চট্টোপাধ্যায় সেই মামলার শুনানি হয় আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। মহামান্য বিচারপতি আজ পুলিশের তদন্তের উপর ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি আজ সার্কিট বেঞ্চের শেষ দিন থাকায় তিনি দুই পক্ষকেই কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানির জন্য আবেদন করতে বলেন৷

Darivit Case : NIA তদন্তে দোষীদের শাস্তি হবেই! আদালতের রায়ে আশায় বুক বাঁধছে রাজেশ-তাপসের পরিবার
না হলে আগামী ৫ জুন ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ শুরু হবে। সেই সময় মামলার শুনানি হবে। যদিও মামলাকারীদের আইনজীবী সৌজিত সিংহ বলেন, “আমরা এটাই চেয়েছিলাম। আমরা কলকাতা হাইকোর্টে এই মামলাটির শুনানি জন্য আবেদন করব।” পালটা সরকার পক্ষের আইনজীবী বিক্রমাদিত্য ঘোষ বলেন, “এই মামলায় পুলিশ কাজ করেনি এই অভিযোগটি ঠিক নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *