Pankaj Dutta IPS : ফের নির্দেশ প্রাক্তন আইজির নিরাপত্তা পুনর্বহালেরই – calcutta high court has ordered the reinstatement of security to former ig of police pankaj dutta


এই সময়: ১৫ মে’র মধ্যে পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে রাজ্যের অস্বস্তি বাড়ল। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ নিরাপত্তা পুনর্বহালের নির্দেশ দিয়েছিল। তা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য।

Recruitment Scam : ‘স্কুলে ও পুরসভায় দুর্নীতি মিলেমিশে’
কিন্তু বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে। ডিভিশন বেঞ্চের বক্তব্য, কিছু জানানোর থাকলে রাজ্যকে সিঙ্গল বেঞ্চেই হলফনামা দিয়ে তা জানাতে হবে আগামী শুনানিতে। প্রধান বিচারপতির বক্তব্য, হঠাৎ রাজ্যের মনে হলো কয়েক জনের নিরাপত্তা প্রত্যাহার করে নিল, এটা হয় না।

রাজ্যের তরফে আইনজীবী দেবাশিস ঘোষ বলেন, সিঙ্গল বেঞ্চ মামলাকারীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি একা নন, তাঁর মতো সাত জন অবসরপ্রাপ্ত আইপিএসের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তা দেওয়া হয় যাঁদের থ্রেট পারসেপশন থাকে, তাঁদের ক্ষেত্রে। কিন্তু খতিয়ে দেখা গিয়েছে, এই সাত জনের ক্ষেত্রে তেমন পরিস্থিতি নেই।

Calcutta High Court : স্কুলে পড়িয়ে টিউশন? তিন মাসে ব্যবস্থা: কোর্ট
এর আগে বিচারপতি মান্থা রাজ্যকে ওই আইপিএসের নিরাপত্তা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে আদালতের নির্দেশ ছিল, পঙ্কজ দত্ত গত জানুয়ারিতে তাঁর নিরাপত্তা প্রত্যাহারের পর যে আবেদন করেছিলেন, তা বিবেচনা করা হয়নি। আগামী দিনে ওই আবেদন বিবেচনা করারও নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। রাজ্যের বিরুদ্ধে আগের নির্দেশ কার্যকরী না করায় আদালত অবমাননার মামলাও রয়েছে সিঙ্গল বেঞ্চে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *