Paschim Medinipur : ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও’, পঞ্চায়েত ভোটের আগেই পোস্টারে ছয়লাপ ঘাটালের গ্রামে – controversy of bjp cpim poster in ghatal before panchayat election


West Bengal News : রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা এখনও হয়নি। কিন্তু তা না হলেও ঘাটালের দুটি গ্রাম পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে রয়েছে। আর এর পিছনে রয়েছে দুই বিরোধী দল বাম ও BJP। আর পোস্টারগুলিতে একটাই স্লোগান – ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও’।

বেশ কয়েকদিন থেকেই গ্রামের প্রত্যেকটি প্রান্তে অলিগলিতে পোস্টারে পোস্টারে ছয়লাপ করেছে CPIM ও BJP। সেই পোস্টারে লেখা রয়েছে ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও’। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর ও হরিসিংপুর গ্রামে।

Malda News : ‘রাস্তা নেই তাই ভোটও নেই’, বিক্ষোভ-হুঁশিয়ারি চাঁচলের গ্রামবাসীদের
এক কথায় এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে প্রধানত এই স্লোগান তুলছে বিরোধী দলগুলি। এই এলাকার এক CPIM নেতা সমীর হাজরা ও BJP নেতা বিশ্বজিৎ জানার দাবি, ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি এলাকার সাধারণ মানুষকে না দিয়ে সমস্ত কিছুর সুবিধে নিয়েছে তৃণমূলের নেতা কর্মীরা।

এক কথায় তাঁরা চোর, তাই বিরোধীদের সামনে পঞ্চায়েত নির্বাচনে প্রধান স্লোগান ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও’। CPIM নেতা সমীর হাজরা বলেন, “ঘাটাল সহ গোটা জেলায় লাগামছাড়া দুর্নীতি হয়েছে সব বিষয়ে। গোটা দেশ এরকম দুর্নীতি কোনও দিন দেখেছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আর তৃণমূলের ওপর থেকে নিচ, সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত।”

Bankura News : পানীয় জলের সমস্যা, সঙ্গে দোসর ভগ্ন রাস্তা! ভোট বয়কটের ডাক ছাতনায়
BJP নেতা বিশ্বজিৎ জানা বলেছেন, “এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূল পুরো উড়ে যাবে। মানুষ এতসব দুর্নীতি ভুলে যাবেন না। তাঁরা ঠিক জায়গায় বিরোধীদের ভোট দেবেন।” আর এই পোস্টার দেওয়ার পরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা।

একে অপরকে কটাক্ষ করছেন রাজনৈতিক দলের নেতারা। যদিও পালটা বিভিন্নভাবে বিরোধী দল BJP ও CPIM-কে, দোষারোপ করেছেন ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। তিনি বলেন, “ওরা শুধু এই অপপ্রচার করে যাবে। কিন্তু দুর্নীতি যে হয়েছে, সেটার কোনও প্রমাণ দেখাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের আমলে গোটা জেলাজুড়ে যা উন্নয়ন হয়েছে, সেটা কোনও দিন পশ্চিম মেদিনীপুরের মানুষ দেখেননি। এসব পোস্টার দিয়ে, বা মন্তব্য করে শুধু মানুষের চোখ টানা যায়। ভোট পাওয়া যায় না।”

Kharar Municipality Ghatal : ‘বামাদাকে বলো’, বোতল নিয়ে দেখা করলেই হবে পুরসভার কাজ! পোস্টার ঘিরে চাঞ্চল্য খড়ারে
তবে যাই হোক না কেন, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ও ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও’ এই পোস্টার দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামে প্রবেশ করলেই বোঝা যাবে পঞ্চায়েত ভোট আসন্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *