পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তারাপীঠ থেকে গ্রেপ্তার করা হয় রাজেশ মল্লিক ওরফে বাপি, সুভাষ দাস ওরফে ব্ল্যাকি, সায়ন দে ওরফে মঙ্গাই এবং সৌরভ দাসকে। আর বেলেঘাটা থেকেই ধরা হয় গদাইকে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২০ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গদাই বেলেঘাটা এলাকায় রাজু-বিরোধী গোষ্ঠীর লোক এবং এক প্রাক্তন কাউন্সিলারের ঘনিষ্ঠ বলে পরিচিত। ওই প্রাক্তন কাউন্সিলারের মেয়ে আবার বর্তমানে কলকাতা পুরসভার কাউন্সিলার। স্থানীয়দের অভিযোগ, ওই প্রাক্তন কাউন্সিলারের গোষ্ঠীর সঙ্গে বেলেঘাটা এলাকার আর এক কাউন্সিলার তথা বিধায়কের ঘনিষ্ঠ রাজুর গোষ্ঠীর কোন্দলে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।