Raju Naskar : বেলেঘাটার অশান্তিতে পুলিশের জালে গদাই – gadai known as a criminal belonging to promoter raju naskar opposition group, is arrested


এই সময়: বেলেঘাটার প্রোমোটার রাজু নস্করের বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতী হিসেবে পরিচিত গদাইও পুলিশের জালে ধরা পড়ল। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করেন লালবাজারের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। ওই রাতেই তারাপীঠ থেকে রাজু-ঘনিষ্ঠ আরও চার দুষ্কৃতীকেও গ্রেপ্তার করা হয়। এই নিয়ে বেলেঘাটার গন্ডগোলে বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট ২৮ জন গ্রেপ্তার হল।

Raju Naskar : বেলেঘাটা গুলিকাণ্ডে পুলিশের জালে রাজু, ওড়িশার হোটেল থেকে ৪ সাগরেদসহ ধৃত তৃণমূল নেতা
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তারাপীঠ থেকে গ্রেপ্তার করা হয় রাজেশ মল্লিক ওরফে বাপি, সুভাষ দাস ওরফে ব্ল্যাকি, সায়ন দে ওরফে মঙ্গাই এবং সৌরভ দাসকে। আর বেলেঘাটা থেকেই ধরা হয় গদাইকে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২০ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

Raju Naskar : টিকিট ব্ল্যাকার থেকে ক্ষমতার শীর্ষে রাতারাতি, প্রশ্ন অনেক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গদাই বেলেঘাটা এলাকায় রাজু-বিরোধী গোষ্ঠীর লোক এবং এক প্রাক্তন কাউন্সিলারের ঘনিষ্ঠ বলে পরিচিত। ওই প্রাক্তন কাউন্সিলারের মেয়ে আবার বর্তমানে কলকাতা পুরসভার কাউন্সিলার। স্থানীয়দের অভিযোগ, ওই প্রাক্তন কাউন্সিলারের গোষ্ঠীর সঙ্গে বেলেঘাটা এলাকার আর এক কাউন্সিলার তথা বিধায়কের ঘনিষ্ঠ রাজুর গোষ্ঠীর কোন্দলে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *