Siliguri News : চিকিৎসককে বিরাশি সিক্কার চড়! ধৃত বধূ – siliguri a drunken couple allegedly beat doctor


এই সময়, শিলিগুড়ি: মদ্যপের চিকিৎসা যে কী কঠিন কাজ, সেটা বিরাশি সিক্কার চড় খেয়ে টের পেলেন নকশালবাড়ির প্রবীণ চিকিৎসক নীলোৎপল মজুমদার। বুধবার সন্ধ্যায় নকশালবাড়ির ভৈসাহাটি থেকে হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন প্রদীপ মিনজ এবং তাঁর স্ত্রী পিঙ্কি। দু’জনেই আকণ্ঠ মদ খেয়ে মারামারি করেন বলে অভিযোগ। স্ত্রীর হাতে মার খেয়ে গুরুতর জখম হন প্রদীপ। তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন পিঙ্কিই। হাসপাতালে এসেও ফের মারামারি শুরু করেন ওই দম্পতি।

Bardhaman News : ছেলেকে শিশু চিকিৎসক দেখাতে গিয়ে প্রতারণার ফাঁদে আইনজীবী
এই দৃশ্য দেখে ঠেকাতে গিয়েছিলেন প্রবীণ চিকিৎসক। পারিবারিক বিষয়ে চিকিৎসকের হস্তক্ষেপ সহ্য হয়নি পিঙ্কির। সপাটে চড় মারেন চিকিৎসকের গালে। ক্ষুব্ধ চিকিৎসক রাতেই নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সকালে পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে শিলিগুড়ি আদালতে পাঠায়।

Body Builder Death : অতিরিক্ত স্টেরয়েড প্রয়োগ করায় বডি বিল্ডারের মৃত্যু, অভিযোগ স্ত্রীর
তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৫৩, ১০৭, ৩৪ সহ আরও কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়। পিঙ্কি দেবী অবশ্য বুধবারের সন্ধ্যায় ঘটনার জন্য লজ্জিত। তিনি বলেন, ‘নেশার ঘোরে স্বামীকে মারছিলাম। সেই সময়ে চিকিৎসক সামনে চলে আসায় তার গালেও একটা থাপ্পড় পড়েছিল। ইচ্ছে করে মারিনি। আসলে মদ খেয়ে বুধবার কী করেছি, সেটা আমার নিজেরই মনে নেই।’ নকশালবাড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষ বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। এমন চলতে থাকলে গ্রামের মানুষকে আমরা চিকিৎসা দেব কী করে!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *