একই সঙ্গে রাজ্যকে লিখিত রিপোর্টে নিশ্চিত করতে হবে যে, জেড ক্যাটিগরির নিরাপত্তা পাওয়া বিরোধী দলনেতাকে ইয়োলো বুক (জেড ক্যাটিগরি সংক্রান্ত গাইডলাইন) অনুযায়ী রাজ্যের তরফে নিরাপত্তা দেওয়ায় কোনও ত্রুটি নেই। আগামী শুনানিতে মামলার কেস ডায়েরিও জমা দিতে হবে পুলিশকে। এ দিন রাজ্য জানায়, চণ্ডীপুর থানার হাত থেকে ইতিমধ্যেই ওই ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে।
বিচারপতির বক্তব্য, কোর্ট নিরাপত্তার প্রোটোকল মানা হচ্ছে কিনা, সেই ব্যাপারে চিন্তিত। নিরাপত্তা নিয়ে যা বলা হচ্ছে, সেটা হলফনামা দিয়ে জানাক রাজ্য। সাইকেলে ধাক্কা মারায় অভিযুক্ত কনভয়ের গাড়ির চালক কেন্দ্রীয় সরকারি অফিসার। তাঁকে গ্রেপ্তারের ক্ষেত্রে আগাম অনুমতি নেওয়ার নথি না-দেখেও প্রশ্ন তোলে আদালত। এটা নিয়েও রাজ্যকে বক্তব্য জানাতে হবে। আগামী বুধবার পরবর্তী শুনানির আগে পর্যন্ত এই মামলায় সিআইডি কাউকে তলব করতে পারবে না বলেও জানিয়েছে আদালত। এ দিন আদালত এই মামলায় সিআরপিএফকেও যুক্ত করে। কারণ, শুভেন্দু কেন্দ্রীয় নিরাপত্তা পান। আগামী দিনে তাদের বক্তব্যও শোনা হবে।
শুভেন্দুর হয়ে বুধবার শুনানিতে অভিযোগ করা হয়েছিল, তাঁর নিরাপত্তা বিষয়ে এর আগে বিচারপতি শিবকান্ত প্রসাদের দেওয়া নির্দেশ মানা হচ্ছে না। বৃহস্পতিবার তার পাল্টা রাজ্যের কৌঁসুলি অমিতেশ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিরোধী দলনেতাই নিরাপত্তার প্রোটোকল মানছেন না। প্রতিটি কনভয়ের সামনে রাজ্য পুলিশের লিড মোবাইল ভেহিকেল থাকে। সেই গাড়িতে সিকিউরিটি লিয়াজঁ অফিসার থাকেন। তাঁর কাজ কনভয়ের স্পিড লিমিট ঠিক করা থেকে শুরু করে গোটা রাস্তায় নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা। কিন্তু ২০২১-এর জুন থেকে সেই লিড মোবাইল ভেহিকেল বন্ধ করে দেওয়া হয় শুভেন্দুর তরফেই।