TET Recruitment Scam : ‘অ্যাপটিটিউড টেস্ট নিয়ে মিথ্যে বলছেন পর্ষদ সভাপতি’, বিস্ফোরক অভিযোগ তরুণজ্যোতির – tarunjyoti tewari attacks primary board of education secretary goutam pal


West Bengal News শুক্রবার ৩৬ হাজার অপ্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশ সামনে আসার পরেই রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে গোটা রাজ্যে। অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি গৌতম পাল স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা এই ৩৬ হাজার শিক্ষকের পাশে রয়েছেন। শুধু তাই নয়, প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

এখানেই শেষ নয়, পর্ষদ সভাপতি আরও বলেন, এই শিক্ষকরা যোগ্য বলেই তাঁরা চাকরি করছেন। এবার এই মন্তব্যের প্রেক্ষিতেই গৌতম পালকে তীব্র কটাক্ষ করেছেন আইনজীবী তথা BJP নেতা তরুণজ্যোতি তিওয়ারি।


Primary Education Board West Bengal: ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘কর্মচ্যুতদের’ পাশে পর্ষদ
তিনি এদিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “গৌতম পাল যে মানিক ভট্টাচার্যের যোগ্য উত্তরসূরী তা আজ তাঁর সাংবাদিক বৈঠকে প্রমাণিত। তিনি বলছেন অ্যাপটিটিউড টেস্ট না কি হয়েছে। তা যদি হয়ে থাকে সেক্ষেত্রে বোর্ডের আইনজীবী কেন বললেন যে তাঁর কোনও ধারণা নেই এই ধরনের পরীক্ষা হয়েছে কিনা। অ্যাপটিটিউড টেস্ট হলে যাঁরা ইন্টারভিউ নিয়েছিলেন তারা সে কথা বললেন না কেন?যারা বলেছে ওই পরীক্ষা হয়েছে তারা কোনও গাইডলাইন দেখাতে পারল না কেন?”

Primary Teacher Recruitment Scam: প্রাথমিকে প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এই প্রসঙ্গে তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গৌতম পাল যা বলছেন তা সত্য নয়। বোর্ডের আইনজীবী নিজেই বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা তা তিনি জানেন না। সেক্ষেত্রে গৌতম পাল যা বলছেন এবং কোর্টে পর্ষদের আইনজীবী যা বলছেন তা মিলছে না বা তথ্য প্রমাণও অন্য কথা বলছে।”

Justice Abhijit Gangopadhyay: প্রাথমিক বাদে নিয়োগ মামলা তাঁরই এজলাসে? ইঙ্গিত তালিকায়?

পর্ষদ এই মামলায় আইনজীবীদের পরামর্শ নেওয়ার কথা বলেছে। এই প্রসঙ্গে তরুণজ্যোতি বলেন, “সেই অধিকার রয়েছে। অবশ্যই তাঁরা আবেদন করতে পারে। আমরাও আইনি লড়াই লড়ব।”

TET Scam : ৪২ হাজার শূন্যপদের মধ্যে ২ হাজারে কেন নিয়োগ হয়নি? সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পর্ষদ
উল্লেখ্য, TET নিয়োগ দুর্নীতি মামলায় ৩৬ হাজার অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা সেই প্রশ্নও উঠেছিল আদালতে। একই প্রেক্ষিতে প্রশ্ন করা হলে গৌতম পাল জানান, প্রার্থীদের এই পরীক্ষা নেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে সরব হয়েছেন তরুণজ্যোতি। হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বাম এবং BJP নেতারা। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, “আমরা আগেই বলেছিলাম দুর্নীতি হয়েছে।” কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *