অভিযোগ, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন কর্মী ABVP সদস্যদের মারধর করে। এরপরই আজ ধর্মঘটের ডাক দেয় ABVP। ABVP নেতা কর্মীদের অভিযোগ, আজ সকালে TMCP সদস্যরা গিয়ে ABVP-র পতাকা ও পোস্টার ছিঁড়ে দেয়। এদিকে TMCP-র অভিযোগ, কলেজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে ABVP।
এদিন পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। শেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে ABVP-র এক নেতা বলেন, “বিভিন্ন দাবিদাওয়া নিয়ে গতকাল আমরা শান্তিপূর্ণভাবে কলেজে স্বারকলিপি জমা দিতে গিয়েছিলাম। আর কলেজে ঢোকার পরে TMCP-র গুণ্ডারা আমাদের কার্যকর্তাদের ওপর হামলা চালায়।
আমাদের দুজন সদস্য ওদের হামলার কারণে জখম হয়েছেন। সেই প্রতিবাদেই আজ আমরা কলেজে ১২ ঘণ্টার ধর্মঘট ডেকেছি। ধর্মঘটে প্রচুর সাড়াও পেয়েছি আমরা। আর সেই আক্রোশেই TMCP-র গুণ্ডারা আজ সকালে আমাদের দলের পতাকা ও পোস্টারগুলি ছিঁড়ে দেয়। এর প্রতিবাদ করি আমরা”।
ABVP-র ওই নেতা এরপর পুলিশকে আক্রমণ করে বলেন, “আজ সকাল থেকে কলেজে পুলিশ ছিল। পুলিশের সামনেই ওই গুণ্ডারা আমাদের পতাকা ছিঁড়েছে। পুলিশ কি চোখে দেখতে পায়না! পুলিশ এখন তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে।
এর প্রতিবাদে আমরা এবার অনির্দিষ্টকালের জন্য থানার সামনে ধরনাতে বসব। আজ থেকেই শুরু হবে ধরনা। দেখিনি পুলিশ বা তৃণমূল কি করে”। এদিকে, তাঁদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খণ্ডন করেছে TMCP।
কলেজের এক TMCP নেতা বলেন, “আমরা কারও পতাকা ছিঁড়ে দিইনি। এগুলো অপপ্রচার। আসলে ABVP এই কলেজে কোনও ছাপ ফেলতে পারেনি। তাই এভাবে ওরা এই কলেজকে অশান্ত করতে চাইছে। আমরা ওদের এই উদ্দেশ্য সফল হতে দেব না”।