Uttar 24 Pargana : অভিনব উদ্যোগ! অসহায়দের সহায় হতে বসিরহাটে চালু ‘অবলম্বন’ – basirhat district police taking initiative about alone veterans good news


West Bengal News : ক্ষীণ হয়েছে চোখের দৃষ্টি, বয়সের ভারে ভেঙে গিয়েছেন তাঁরা সকলেই। তাঁরা হলেন সমাজের বৃদ্ধ-বৃদ্ধারা। তাঁদের সন্তানরা কেউ চাকরি সূত্রে রাজ্য ও দেশের বাইরে বা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন। কারোর সন্তানরা তাঁদের বাবা-মাকে ছেড়ে চলে গিয়েছে। আবার কারোর একমাত্র কন‍্যা সন্তানের বিয়ে হওয়ায় চলে গিয়েছে শ্বশুরবাড়ি। আবার কারোর সন্তানের নানান কারণে মৃত্যু হয়েছে।

Bally Police Station : থানা থেকে দৌড়ে পালিয়ে গঙ্গায় ঝাঁপ চোর বাবাজির, হইচই কাণ্ড বালিতে
এমনকি কোনও বৃদ্ধ বা বৃদ্ধার স্বামী বা স্ত্রী’র মৃত্যু হয়েছে। যার ফলে একাকীত্ব তাঁদের সব সময়ের সঙ্গী। দৈনন্দিন জীবনে চলাফেরা করা, ওষুধের এনে দেওয়া বা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হন এই বৃদ্ধ-বৃদ্ধারা। তাই সেই নিঃসঙ্গতা বা একাকীত্ব কাটিয়ে তাঁদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার লক্ষ্যে এগিয়ে এল বসিরহাট জেলা পুলিশ।

বসিরহাট ও টাকি পুরসভার ৪২ জন নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধা তথা বৃদ্ধ দম্পতিদের চিহ্নিত করে তাঁদেরকে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হল পুলিশের পক্ষ থেকে।
‘অবলম্বন’ নামের এই প্রকল্প থেকে পরিষেবা পাবেন সমাজের বৃদ্ধ-বৃদ্ধারা।

Malda News : পর্যাপ্ত রাখতে হবে ভূগর্ভস্থ জলস্তর, অভিনব উদ্যোগ প্রশাসনের
বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডঃ জবি থমাস কে এই বিষয়ে বলেন, “যে সমস্ত বৃদ্ধ-বৃদ্ধা নিঃসঙ্গ জীবনযাপন করেন, তাঁদের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন আমাদের সিভিক ভলান্টিয়াররা। তাঁদের খোঁজখবর নেওয়া হবে। এমনকি তাঁদের কোনোরকম ওষুধ বা অন্যান্য পরিষেবা লাগবে কিনা সেগুলি সম্পর্কে তাঁরা খোঁজ নেবেন। তারপর আমরা তাঁর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।”

এই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদেরকে পুলিশের সঙ্গে সহজে যোগাযোগের জন্য পুলিশের পক্ষ থেকে তাদেরকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টাকি ও বসিরহাট পুরসভা। হাসনাবাদ থানার কনফারেন্স রুমে এদিনের এই ‘অবলম্বন’ প্রকল্পের সূচনা লগ্নে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়, বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখোপাধ্যায়, বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী ও টাকি পুরসভার উপ পুরপ্রধান ফারুখ গাজী সহ পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।

Jhargram News : প্রবীণদের স্বাক্ষরতার আলোয় ফিরিয়ে আনার উদ্যোগ, পাঠদান কর্মসূচির আয়োজন ঝাড়গ্রাম পুলিশের
এক বৃদ্ধা বলেন, “আমাদের সন্তানরা দীর্ঘদিন পরে পরে বাড়িতে আসে। আবার অনেক সময় আসেও না। এই প্রকল্প বাস্তবায়িত হলে আমরা যথেষ্টই উপকৃত হব।” প্রাথমিক পর্যায়ে শহর টাকি ও বসিরহাট এলাকায় এই প্রকল্প চালু হলেও আগামী দিনে বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এই ধরনের পরিষেবা পেয়ে স্বভাবতই আপ্লুত সমাজের প্রবীণরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *