Digha weather : মোকা আতঙ্কে সমুদ্রে নামা বন্ধ! দিঘার আকাশ ও পর্যটকদের মুখ ভার – cyclone mocha effect tourists are not allowed to take bath in sea


শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা, সরাসরি বাংলায় কোনও প্রভাব ফেলবে না। কিন্তু, তাসত্ত্বেও এই ঘূর্ণিঝড়ের কারণে মন খারাপ দিঘার পর্যটক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীদের। প্রখর তাপমাত্রার মাঝে শনিবার সকাল থেকে দিঘার আবহাওয়া বেশ মনোরম। মেঘাচ্ছন্ন আবহাওয়া সামান্য স্বস্তি থাকা সত্ত্বেও সমুদ্রে নামতে না পারায় মন খারাপ পর্যটকদের।সমুদ্র নামতে না পারে মন খারাপ করে পাড়েই দাঁড়িয়ে রয়েছেন পর্যটকরা। পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের অপরুপ দৃশ্য উপভোগ করছেন তাঁরা। ঘূর্ণিঝড় মোকার কারণে সমুদ্রের জল উত্তাল হতে পারে। সেই কারণে কোনও ঝুঁকি না নিয়ে সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Cyclone Mocha Digha : ব্যাগ গুছিয়ে তড়িঘড়ি হোটেল ছাড়ছেন পর্যটকরা, শুক্রেই দিঘায় অন্য ছবি
কোনও পর্যটক যাতে সমুদ্র না নামতে পারে, সেই কারণে সেখানে নজরদারি চলছে। তাসত্ত্বেও লুকিয়ে-চুরিয়ে কিছু পর্যটক সমুদ্রে নেমে পড়ছে। তাঁদের সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে উঠে যেতে বলছে দায়িত্বে থাকা নুলিয়ারা। ঘূর্ণিঝড় মোকার দিঘায় কী প্রভাব পড়ে, সেই দিকে সকলের নজর রয়েছে।

কিন্তু দিঘার সমুদ্র নামতে না পারার কারণে মন খারাপ অনেকের। সপরিবারে দিঘায় গিয়েছেন হাওড়া আমতার বাসিন্দা অভিজিৎ রায়চৌধুরী। সমুদ্রে নামতে না পারার আক্ষেপের কথা জানালেন তিনি। ওই পর্যটক বলেন, ‘পরিবার নিয়ে ছুটি কাটাতে দিঘায় এসেছি। আমার পাঁচ বছরের ছোটো মেয়ে এই প্রথম দিঘায় এসেছে। ভেবেছিলা ওকে নিয়ে সমুদ্র স্নান করতে নামব। কিন্তু এখানে এসে শুনলাম ঘূর্ণিঝড় মোকার কারণে প্রশাসন এখানে কাউকে নামতে দিচ্ছে না। সেই কারণে একটু মন খারাপ আর কী। কাল অবধি এখানে রয়েছি। দেখা যাক পরিস্থিতির যদি কোনও বদল হয়।’

Cyclone Mocha : মোকা নিয়ে এখনও সতর্ক দিঘা, পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি! হাজির NDRF
বন্ধুদের দল নিয়ে শনিবার সকালে দিঘা পৌঁছেছেন যাদবপুরের মানালি রায়। সমুদ্র নামার সুযোগ না পেয়ে মন খারাপ তাদেরও। মানালি বলেন, ‘আমার ছোটোবেলার তিন বন্ধু মিলে আজ সকালের দিঘাতে এসেছিল। চুটিয়ে মজা করব ভেবেছিলাম। কারণ সামনেই আমার বিয়ে। কিন্তু, এমনটা হবে বুঝতে পারিনি। কী যে মন খারাপ লাগছে।’

Cyclone Mocha Digha : প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে মোকা! ঘূর্ণিঝড় মোকাবিলায় দিঘায় বিশেষ ব্যবস্থা
প্রশাসন সূত্রে খবর, ১২ ও ১৩ মে পর্যটকদের সমুদ্র নামতে নিষেধ করা হয়েছে। দিঘা, তাজপুর, মন্দারমণি সহ বিভিন্ন সি বিচে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উপস্থিত রয়েছেন। অন্যদিকে ঘূর্ণিঝড় আতঙ্কে দিঘাতে কমেছে পর্যটকদের সংখ্যাও। দিঘা-শংকরপুর হোটেল অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অনেকেই হোটেল ছেড়ে চলে গিয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে তাঁদের ব্যবসা ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *