Dilip Ghosh :‘ডাকাতদের সামনে আনতে হবে…’, নিয়োগ বাতিল নিয়ে দাবি দিলীপের – dilip ghosh attacks state government on primary teacher recruitment scam issue


৩৬ হাজার লোককে চাকরি দিয়েছিল, সেখানে মাথা পিছু যদি ১০ লাখ টাকা করে নেওয়া হয়, তাহলে ৩৬০০ কোটি টাকা লুট করা হয়েছে। প্রাথমিকে অপ্রশিক্ষিতদের চাকরি বাতিলের বিষয়ে দুর্নীতির অংকের হিসাবে দিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ৩৬ হাজার নিয়োগের পেছনেও তৃণমূলের দুর্নীতি লুকিয়ে রয়েছে। দুর্নীতির অর্থের পরিমাণ আকাশ ছোঁয়া।
Dilip Ghosh : ‘এসব করে কোনও লাভ হবে না’, তৃণমূলের নব জোয়ার কর্মসূচিকে তোপ দিলীপের
শনিবার সাত সকালে খড়গপুর শহরে চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ২০১৪ সালে প্রাথমিকে অপ্রশিক্ষিতদের নিয়োগের বিষয়ে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন। তিনি বলেন, “৩৬ হাজার যে পোস্ট অপ্রশিক্ষিতরা পেয়েছিল, সেটা টাকা দিয়ে। যদি দশ লাখ টাকা করে দেওয়া হয়, তাহলে ৩৬০০ কোটি টাকা লুট হয়েছে। সব তৃণমূলের নেতারাই করেছে।

Dilip Ghosh : ‘ভোট যত সামনে আসছে এসব নাটক বাড়ছে’, তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ দিলীপের
এমনকি যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন বলে দিলীপ দাবি করছেন, তাদের শুধু চাকরি বাতিল করাই নয়, উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যাপারেও আর্জি জানান দিলীপ। তাঁর কথায়, “এদের শুধু পোস্ট বাতিল করলে হবে না, কাকে টাকা দিয়েছে সেই ডাকাতদের সামনে আনতে হবে। তাদেরকে সাজা দিতে হবে। না হলে তারা আবার লোককে ধোকা দেবে।”
Dilip Ghosh : ‘এক নম্বরের বদমাইশ…’, নির্ভীক ইউটিউবার অনিন্দ্যর গ্রেফতারিতে কটাক্ষ দিলীপের
দিলীপের কথায়, একটা যুগ পশ্চিমবঙ্গের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। যত দুর্নীতি হয়েছে সব দায় মুখ্যমন্ত্রীর বলে দাবি করেন তিনি। নৈতিকতার খাতিরে তাঁর পদত্যাগ করা উচিত, এক মিনিটও ক্ষমতায় থাকা উচিত নয় বলে দাবি দিলীপের।

Dilip Ghosh Video: ‘লড়াই-কষ্ট বাড়ছে’, তোপ দাগলেন দিলীপ ঘোষ

পাশাপাশি, দিলীপ এদিন জানান শুক্রবার তিনটি রায় এসেছে সরকারের বিরুদ্ধে। দ্য কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ এবং সর্বোপরি রাজ্যে প্রাথিমিক শিক্ষক পদে অপ্রশিক্ষিতদের নিয়োগ বাতিলের বিষয়টি নিয়েও সরকারের বিরুদ্ধে রায় যায়। একের পর এক সরকারের বিরুদ্ধে রায় আসায় বিচারপতিদের টার্গেট করছেন তৃণমূল নেতারা বলেও অভিযোগ করেন দিলীপ।
প্রসঙ্গত, ২০১৪ সালে টেট পরীক্ষা নিয়ে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক পদে অপ্রশিক্ষিতদের নিয়োগ বাতিলের ব্যাপারে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী চার মাস তাঁরা পার্শ্ব শিক্ষকদের ন্যায় বেতন পাবেন বলেও নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের চূড়ান্ত আলোচনা শুরু হয়েছে। যদিও নিয়োগে কোনও অস্বচ্ছতা নেই বলে দাবি বর্তমান প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *