Elephant Attack : গ্রামে হাতির হানা, বরকে ফেলে পালাল বরযাত্রীরা – a herd of elephants entered village during wedding ceremony in jhargram


এই সময়, ঝাড়গ্রাম: বিয়ের অনুষ্ঠান চলাকালীন গ্রামের মধ্যে ঢুকে পড়ল হাতির দল। বরকে ছেড়ে ভয়ে ধাঁ বরযাত্রীরা। হাতি তাড়ানোর পর অবশেষে সারা হল বিয়ের অনুষ্ঠান। ঝাড়গ্রামের বেলিয়াবেড়া ব্লকের পাইকাম্বি গ্রামের ঘটনা।

এই গ্রামের মল্লিকা হেমব্রমের সঙ্গে বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট জামশোলা গ্রামের বাসিন্দা শিবকান্ত হাঁসদার বিয়ের আয়োজন হয় বৃহস্পতিবার। দুপুর থেকে খাওয়া-দাওয়া চলছিল। সন্ধ্যা ছ’টা নাগাদ বর এসে পৌঁছন। আদিবাসী প্রথা মেনে পাইকাম্বি ফুটবল মাঠে বরকে স্নান করানো হচ্ছিল।

Elephant Attack : ৪৮ ঘণ্টায় হাতির হানায় প্রাণ গেল দু’জনের, আতঙ্ক ঝাড়গ্রামে
ঠিক তখনই ঘটে বিপদ। হঠাৎ একদম নাকের ডগায় হাতির ডাক। প্রাণভয়ে ছুট লাগালেন বরযাত্রীরা। ততক্ষণে গ্রামের মধ্যে ঢুকে শ’খানেক হাতি দু’ভাগে ভাগ হয়ে
তাণ্ডব চালাতে শুরু করেছে। পাইকাম্বি ফুটবল মাঠ হয়ে বিয়েবাড়ির কাছে চলে আসে হাতির দল।

একটি হাতি মোটরবাইক ভাঙচুর করে। শোরগোল পড়ে যায় বিয়েবাড়িতে। পরে হুলাপার্টির লোকজন হাতির দলটিকে অন্যত্র তাড়া করে সরিয়ে নিয়ে যায়। গ্রামের চারিদিকে পাহারা দেন গ্রামবাসীরা। চারিদিকে আলো জ্বালানো হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ৭ মে একশোটি হাতির দল কলাইকুন্ডা হয়ে লোধাশুলিতে ঢুকে পড়েছিল। তারপর দলটি জামবনি হয়ে গোদারাশোল, রাহেড়া এলাকায় ছিল। কয়েক দিন ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকাতেও ছিল।

Jaldapara National Park : সঙ্গিনী দখলের লড়াইয়ে দুই গন্ডার, টহলে বেরিয়ে জখম কুনকি
তারপর হাতির দলটি ঝাড়খণ্ড থেকে ফের তাড়া খেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পাইকাম্বি গ্রামে আচমকা ঢুকে পড়ে। বন দফতরের এক আধিকারিক বলেন, “বিয়েবাড়ি চলাকালীন হাতির দল গ্রামে ঢুকে পড়েছিল। তবে বড়সড় দুর্ঘটনা ঘটেনি এটাই রক্ষে!”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *