IPL News: হটস্পট মুদি দোকান! IPL প্লে-অফ শুরুর আগে চালিয়ে খেলছে বেটিং চক্র – people arrested from siliguri as they are accused in ipl betting


প্লে-অফে যাওয়ার জোরদার লড়াই। তুঙ্গে অনুরাগীদের উত্তেজনা। একই সঙ্গে সক্রিয় বেটিং চক্রও। মুদির দোকান থেকে শুরু করে সোনার দোকান, ক্যাফেতে চলছে আইপিএলের বেটিং। শিলিগুড়ি জুড়ে দেদারে আইপিএল বেটিং চলছে কিছু জায়গায়। যেখানে অনলাইন ও অফলাইনে আইপিএলে ক্রিকেট ম্যাচ চলাকালীন বেটিং চলছে বলে অভিযোগ। সম্প্রতি এই বেটিং রুখতে পুলিশের অভিযান শুরু হতেই ধরা পড়েছে বেটিং চক্রে জড়িতরা।Asansol News : নামী কোম্পানির স্টিকার লাগিয়ে দেদার বিক্রি! পুলিশি অভিযানে আটক ৬০০০ কেজি নুন

জানা গিয়েছে, মাটিগাড়া থানা এলাকায় একটি সোনার দোকানে রমরমিয়ে চলছে আইপিএল এর বেটিং। অভিযোগ পেয়েই শুক্রবার রাতে এসওজি ও মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালায় ওই এলাকায়। এরপরই সুন্দরলাল দুর্গার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় প্রায় ১৮ হাজার টাকা ও একটি মোবাইল।

IPL Today: অনলাইন অ্যাপে আইপিএল বেটিংয়ের অভিযোগে গ্রেফতার ১, উদ্ধার পাঁচ লাখেরও বেশি টাকা

অভিযোগ, মাটিগাড়ায় একটি শপিং মলে থাকা সোনার দোকানে বসে ওই ব্যবসায়ী এই আইপিএল বেটিং চক্র চালাচ্ছিলেন। অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃত ব্যক্তিকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। এদিকে কিছুদিন আগে হায়দারপাড়ার শিবরামপল্লী এলাকায় অভিযান চালায় এসওজি ও ভক্তিনগর থানার পুলিশ। সেখানে একটি মুদিখানা দোকানের আড়ালে বেটিং চালানো হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর, পেয়ে অভিযান চালিয়ে পুলিশ মুদিখানার দোকান থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাঁকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় এভাবে দোকানের আড়ালে কিছু ব্যবসায়ী বেটিং চক্র চালাচ্ছেন। এই অবৈধ কাজ বন্ধ করতে প্রতিটি থানার তরফে অভিযানে নামা হয়েছে।

IPL Betting : আইপিএল বেটিং চক্রের পর্দা ফাঁস, দুদিনে অসমে গ্রেফতার ১৩

তবে শুরু এবছর নয়, প্রতি বছর দেখা যায় আইপিএল শুরু হতেই শহরে বেশকিছু ব্যবসায়ী এভাবে আইপিএল বেটিং চালিয়ে থাকে। এর আগেও অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছিল লক্ষাধিক টাকা। বর্তমানে যেভাবে শহরে বেটিং চক্র সক্রিয় হয়েছে তা রুখতে এসওজি অভিযান শুরু করেছে। বিভিন্ন বাজার এলাকা সহ সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগে যারা বেটিং চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিল তাঁদেরও খোঁজ নিচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *