Kolkata Missile Park : ব্রহ্মস, পৃথ্বী-সহ ৬ ক্ষেপণাস্ত্র সাইন্স সিটির মিসাইল পার্কে – twenty eight feet long cruise missile can be seen at kolkata science city missiles park


এই সময়: ব্রহ্মপুত্র আর মস্কোভা— দু’টি নদীর নাম মিলিয়ে, রুশ প্রযুক্তির সাহায্যে তৈরি ব্রহ্মস। শব্দের চেয়েও দ্রুতগামী এই মিসাইল বা ক্ষেপণাস্ত্র যেন সত্যিই ব্রহ্মাস্ত্র। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়া এই ক্ষেপণাস্ত্র দেখতে কেমন? এর উচ্চতাই বা কত? সাধারণ মানুষের মধ্যে অনেকেরই কৌতূহল ছিল, কিন্তু সেই কৌতূহল মেটানোর উপায় ছিল না। এতদিন।

KMDA Meeting : সেতু নিয়ে কেএমডিএ-র বৈঠক
তবে এ বার সায়েন্স সিটি-তে সদ্য তৈরি হওয়া ‘মিসাইল পার্কে’ গেলেই দেখা মিলবে ২৮ ফুট দীর্ঘ এই ক্রুজ় মিসাইলের। ব্রহ্মস-সহ ছ’টি মিসাইল বদলে দিয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ধরনটাই। সুপারসনিক ক্রুজ় মিসাইল ব্রহ্মস ছাড়া বাকিগুলো হলো— সারফেস টু সারফেস বা মাটি থেকে মাটিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র পৃথ্বী ও অগ্নি, মাটি থেকে আকাশের কোনও লক্ষ্যবস্তুকে আঘাত করার ক্ষেপণাস্ত্র আকাশ, ট্যাঙ্ক-বিধ্বংসী গাইডেড মিসাইল নাগ এবং কৃত্রিম উপগ্রহ ধ্বংস করার ক্ষমতা বিশিষ্ট ক্ষেপণাস্ত্র— ‘মিশন শক্তি’।

দেশের সুরক্ষায় ক্ষেপণাস্ত্র তৈরির কাজ ১৯৬০ সালে শুরু করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজে়শন (ডিআরডিও)। ওই সংস্থারই আওতায় থাকা সেন্টার ফর মিলিমিটার-ওয়েভ সেমিকন্ডাক্টর ডিভাইসেস অ্যান্ড সিস্টেমসের (সিএমএসডিএস) সহযোগিতায় কলকাতার সায়েন্স সিটি-তে মিসাইল পার্কের উদ্বোধন হলো বৃহস্পতিবার। ওই পার্কে ছ’টি ক্ষেপণাস্ত্রের পূর্ণাঙ্গ বা লাইফ সাইজ় মডেল দেখতে পাবেন আগ্রহীরা।

Park Street : এককালে ঘুরত বাঘ-ভাল্লুক! দেশের গর্ব পার্ক স্ট্রিটের নামকরণ কী ভাবে?
এর পাশাপাশি শোনানো হবে দেশের ক্ষেপণাস্ত্র তৈরির বিবর্তনের ইতিহাসও। উদ্বোধনের সময়ে সিএমএসডিএস-এর অধিকর্তা মধুমিতা চক্রবর্তী বলেন, “ভারতের অস্ত্রাগারে সব রকমের ক্ষেপণাস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র তৈরি, তাকে ঠিক ভাবে ও ঠিক পথে চালিত করা এবং নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা— এই গোটা কার্যক্রমের নেপথ্যে রয়েছে ডিআরডিও-তে আমাদের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টা।”

সায়েন্স সিটির অধিকর্তা অনুরাগ কুমারের কথায়, “টেলিভিশনে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আমরা এমন ক্ষেপণাস্ত্র দেখি। এ বার সায়েন্স সিটিতে এলেও দেখা যাবে। আমাদের আশা, নতুন প্রজন্মের কাছে এই পার্ক আকর্ষক ও পছন্দসই হবে।”

Kolkata Airport : মাঝ আকাশে মদ্যপান, গ্রেফতার ১ মহিলা যাত্রী
মিসাইল পার্কে ঢুকতে আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই। দেশের ক্ষেপণাস্ত্র প্রকল্পকে এক রকম একার চেষ্টায় কয়েক যোজন এগিয়ে দিয়েছিলেন বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। যে কারণে তাঁকে ভারতের ‘মিসাইল ম্যান’ বলা হয়। সায়েন্স সিটির এই মিসাইল পার্কে বসানো হয়েছে তাঁর মূর্তিও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *