আগামী ১৮ মে থেকে স্টপেজ দেবে মানকরে। হাওড়া- প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস ও শিয়ালদহ- আসানসোল এক্সপ্রেস পানাগড় স্টেশনে স্টপেজ দেবে। প্রসঙ্গত, ২০২১ সালে ফেব্রুয়ারী মাসে মানকরে স্টেশনে অগ্নিবীণা, ময়ুরাক্ষী ট্রেন স্টপেজ দেওয়া শুরু করে।
একইসঙ্গে আসানসোল ডিভিশনের পারাজ স্টেশনের প্ল্যাটফর্মের আধুনিকীকরণের নব নির্মিত প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মানকর স্টেশনে কম্পিউটারাইজ টিকিট সংরক্ষণ ও আপার ক্লাস ওয়েটিং রুমের উদ্বোধন করেন তিনি। ওইদিনই মানকর স্টেশনে রেলেও অনুষ্ঠান থেকে মানকরবাসীর দাবি মতো বেশ কিছু ট্রেনের স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম ছিল অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ।
এছাড়াও ময়ুরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার, মোকামা প্যাসেঞ্জার দাঁড়ানোর ব্যাবস্থা করা হয়। আর তারপর আর একাধিক ট্রেনের স্টপেজে খুশির জোয়ারে ভাসে পানাগড়, বুদবুদ-মানকরবাসীর। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানান,”ওই এলাকার মানুষ দাবী জানিয়েছিল। সাধারন মানুষের সুবিধার্থে, রেলমন্ত্রক থেকে ট্রেনগুলি স্টপেজের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষ উপকৃত হবে।”
উল্লেখ্য, সম্প্রতি হাওড়া-বাঁকুড়া সরাসরি একটি নয়া রেলপথ তৈরির খবর এসেছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের মধ্যে বাঁকুড়ার মশাগ্রাম থেকে সরাসরি হাওড়ার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বহুদিন ধরেই সেখানকার বাসিন্দারা এই রেলপথের দাবি জানিয়েছ আসছিলেন। জানা গিয়েছে, এর মধ্যে রেলের তরফে এই কাজের জন্য ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই এই কাজ শুরু হবে বলে জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।