Train News Sealdah: সাংসদের উদ্যোগে বর্ধমান-পানাগড় ও মানকরে বাড়তি ট্রেন, কবে শুরু পরিষেবা? জানুন – surinderjeet singh ahluwalia inaugurate mankar waiting room and says some express trains will stop on panagarh and burdwan from 18 may


দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে আসানসোল-বর্ধমান শাখায় একগুচ্ছ ট্রেনের স্টপেজ বাড়াল পূর্ব রেল। একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ তালিকায় জুড়ল বর্ধমান, পানাগড় ও মানকর। বহুদিন ধরেই একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি তুলেছিল বর্ধমান দুর্গাপুরের বাসিন্দারা। অবশেষে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার উদ্যোগে পূরণ হল বাসিন্দাদের বহুদিনের দাবি।আগামী ১৮ ও ২২ মে থেকে একাধিক ট্রেনের স্টপেজ দেবে বর্ধমান, পানাগড়, মানকর স্টেশনে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-ভোপাল এক্সপ্রেস বর্ধমান স্টেশনে স্টপেজ দেবে। সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস মানকর স্টেশনে দীর্ঘদিনের স্টপেজের দাবি ছিল এলাকাবাসীর।

Vande Bharat Express Stoppage : বন্দে ভারত এক্সপ্রেসে অতিরিক্ত স্টপেজ দিতে হবে, আবেদন সুপ্রিম কোর্টে

আগামী ১৮ মে থেকে স্টপেজ দেবে মানকরে। হাওড়া- প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস ও শিয়ালদহ- আসানসোল এক্সপ্রেস পানাগড় স্টেশনে স্টপেজ দেবে। প্রসঙ্গত, ২০২১ সালে ফেব্রুয়ারী মাসে মানকরে স্টেশনে অগ্নিবীণা, ময়ুরাক্ষী ট্রেন স্টপেজ দেওয়া শুরু করে।

একইসঙ্গে আসানসোল ডিভিশনের পারাজ স্টেশনের প্ল্যাটফর্মের আধুনিকীকরণের নব নির্মিত প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। মানকর স্টেশনে কম্পিউটারাইজ টিকিট সংরক্ষণ ও আপার ক্লাস ওয়েটিং রুমের উদ্বোধন করেন তিনি। ওইদিনই মানকর স্টেশনে রেলেও অনুষ্ঠান থেকে মানকরবাসীর দাবি মতো বেশ কিছু ট্রেনের স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম ছিল অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ।

Howrah Bankura Train : লোকাল ট্রেনেই সোজা বাঁকুড়া থেকে হাওড়া, বরাদ্দ ৩৯ কোটি! কাজ শুরু কবে?

এছাড়াও ময়ুরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার, মোকামা প্যাসেঞ্জার দাঁড়ানোর ব্যাবস্থা করা হয়। আর তারপর আর একাধিক ট্রেনের স্টপেজে খুশির জোয়ারে ভাসে পানাগড়, বুদবুদ-মানকরবাসীর। বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানান,”ওই এলাকার মানুষ দাবী জানিয়েছিল। সাধারন মানুষের সুবিধার্থে, রেলমন্ত্রক থেকে ট্রেনগুলি স্টপেজের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষ উপকৃত হবে।”

Howrah Puri Vande Bharat: 15 মে চালু হচ্ছে না বন্দে ভারত এক্সপ্রেস? জল্পনা নিয়ে মুখ খুলল রেল

উল্লেখ্য, সম্প্রতি হাওড়া-বাঁকুড়া সরাসরি একটি নয়া রেলপথ তৈরির খবর এসেছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের মধ্যে বাঁকুড়ার মশাগ্রাম থেকে সরাসরি হাওড়ার মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বহুদিন ধরেই সেখানকার বাসিন্দারা এই রেলপথের দাবি জানিয়েছ আসছিলেন। জানা গিয়েছে, এর মধ্যে রেলের তরফে এই কাজের জন্য ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই এই কাজ শুরু হবে বলে জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *