Abhishek Banerjee: ‘অভিষেকের গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা’, আক্রমণ সুকান্তর – sukanta majumdar attacks abhishek banerjee on scam case and karanataka result


তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হুগলিতে তিন দিনের সাংগঠনিক বৈঠকে যোগদান করেন সুকান্ত। সেই মঞ্চ থেকেই সুকান্ত মজুমদারের মুখে শোনা গেল ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি’র প্রসঙ্গ। একইসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি রাজ্য সভাপতি। এছাড়া কর্নাটকের ফল যে কোনওভাবে বাংলায় প্রভাব ফেলবে না তা নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি।Karnataka Result Abhishek Banerjee: ‘ভারত জোড়ো নিয়ে বলা মুশকিল’, কর্নাটক জয়ের কৃতিত্ব রাহুলকে দিতে নারাজ অভিষেক?

হুগলিতে তিন দিনের সাংগঠনিক বৈঠকের আজ রবিবার ছিল প্রথম দিন। এদিন বৈঠক ছিল সিঙ্গুরে। সেই সাংগঠনিক বৈঠক থেকে তৃণমূল সাংসদের উদ্দেশে আক্রমণ শানিয়ে সুকান্ত মজুমদার বলেন, ”অভিষেক গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। তাঁবু খাটিয়ে রাতের বেলায় কাদের সঙ্গে মিটিং করছেন আমরা সব জানি। আমাদের কাছে সব খবর আসছে। কিন্তু, ওইভাবে উনি বাঁচাতে পারবেন না। উনি যদি ভেবে থাকেন উনি গ্রেফতার হবেন আর তার জন্য বিভিন্ন লোকেরা রাস্তায় নামবে তুলকালাম হবে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি গণ্ডগোল হবে সেটা হচ্ছে না। আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি এবং আমাদের সাধারণ বোধ বুদ্ধিতে যা বলে গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। যেভাবে মিডিয়া বলছে, ওঁর স্ত্রীর অ্যাকাউন্টে টাকা গিয়েছে। থাইল্যান্ডে টাকা গিয়েছে। কার কার অ্যাকাউন্টে টাকা গিয়েছে! ওঁর অ্যাকাউন্ট থেকে তাহলে উনি অ্যারেস্ট হবেন।”

Sukanta Majumdar : ‘পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত চলছে’, বিস্ফোরক সুকান্ত

তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে কটাক্ষ

তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে সরব সুকান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলকে দুর্নীতি রোধেয় যে বার্তা দিয়েছেন, সেই নিয়ে কটাক্ষ বিজেপি সভাপতির। বলেন,অভিষেক গতকাল জামালপুরে বলেছেন,অন্যায় করলে কেউ বাদ যাবে না,দলের মহাসচিবকেও বরখাস্ত করতে নাকি দুবার ভাবেননি। বিজেপি সভাপতি বলেন,”মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে, কারণ মহাসচিব ছিলেন না পোস্ট একটাই বাকি সব ল্যাম্পপোস্ট।দেরখানা পোস্ট এখন হয়েছে। এই দেড় খানা পোস্ট না জানা অবস্থায় এতকিছু ঘটে গিয়েছে! পার্থ চট্টোপাধ্যায় এত কিছু করে ফেলেছে এটা বিশ্বাসযোগ্য নয়। মানুষকে বোকা পেয়েছেন নাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে যা বোঝাবেন মানুষ তাই বুঝে নেবেন। যেখানে সিংহের বাচ্চাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। সেখানে পার্থ চট্টোপাধ্যায় এত লোককে চাকরি দিয়ে দিলেন এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন ঘুষ নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা বিশ্বাস করতে হবে!”

Abhishek Banerjee : ৪০ আসন চাই ২৪-এ, লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কর্নাটক ভোট রেজাল্ট

সুকান্ত ভট্টাচার্যের দাবি, ”ওই রাজ্যে কে ইডলি খেল আর তার জন্য বাংলার মানুষের অ্যাসিড হয় না। উত্তরবঙ্গ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার শুরু করেছিলেন। যেখানে যেখানে উনি গিয়েছেন, সেখানে তৃণমূল ছেড়ে বিজেপি এমনকি মরা কংগ্রেসেও তৃণমূল কর্মীরা যোগদান করেছে। পুরো উত্তরবঙ্গ জুড়ে। উনি নবজোয়ান না নব প্লাবন কি দেখতে পাচ্ছেন জানি না আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি ভাইপো গিয়েছেন করতে নবজোয়ার উনি করবেন চোরেদের খোঁয়াড়। কর্নাটকে কংগ্রেসকে শপথ নিতে দিন ছমাস এক বছর সরকার চলতে দিন এখনও বহু খেলা বাকি আছে। শুধু বিধানসভার বিধায়কের সংখ্যাতে কংগ্রেস জিতেছে। কর্নাটকের ফলে বিরোধী ঐক্যের কোন লাভ হবে না। যারা বলছে ঐক্যের কথা তারা সব রিজিওনাল পার্টি। অন্য লোকের ছেলে হলে যেমন হাততালি দেয়, ভোটে কংগ্রেস জিতেছে এখানে তৃণমূল হাততালি দিয়ে নাচছে।” সুকান্তর মতে, কর্নাটকের নির্বাচনে রেজাল্ট যাই হোক সেখানকার রাজনৈতিক সমীকরণ একদম আলাদা। তাই কর্নাটকের সঙ্গে বাংলার তুলনা হয় না বলে মনে করেন সুকান্ত।

Abhishek Banerjee : ‘অভিষেকের কথা ভালো লাগল…’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ‘আগ্রহী’ কংগ্রেস বিধায়ক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *