Digha Cyclone : ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি! সোমবারেও সমুদ্রস্নান নয়, দিঘায় পর্যটকদের জন্য বিশেষ নির্দেশ প্রশাসনের – tourist are instructed not take sea bath in digha till 15 may


সাবধানের মার নেই! মোকার প্রত্যক্ষ কোনও প্রভাব বাংলার উপর পড়বে না, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। কিন্তু, শনিবারের পাশাপাশি রবিবারও উপকূলের জেলা-পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

এদিকে দিঘার সমুদ্রও উত্তাল। তাই পর্যটকদের জন্য সমুদ্রে নামার উপর জারি করা নিষেধাজ্ঞার অবধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ১৫ মে পর্যন্ত দিঘার সমুদ্রে নামতে পারবেন না পর্যটকরা। মাইকিং করে জানানো হয়েছে পুলিশের তরফে।

Cyclone Mocha Digha : ব্যাগ গুছিয়ে তড়িঘড়ি হোটেল ছাড়ছেন পর্যটকরা, শুক্রেই দিঘায় অন্য ছবি
রবিবার ঘন মেঘে ঢেকেছে দিঘার সমুদ্র উপকূলবর্তী এলাকা। উত্তাল সমুদ্র। আগেই এনডিআরএফের প্রতিনিধিরা মাইকিং করে পর্যটকদের সমুদ্রে না নামার কথা জানিয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও বেশ কিছু পর্যটককে সমুদ্র স্নানে মেতে উঠতে দেখা যায়।

এদিকে ক্রমশ মায়ানমার এবং বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে মোকা। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে ১৩ তারিখ থেকে ১৫ মে পর্যন্ত দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মাইকিং করে পর্যটকদের তা জানানো হয়েছে পুলিশের তরফে।

Digha weather : মোকা আতঙ্কে সমুদ্রে নামা বন্ধ! দিঘার আকাশ ও পর্যটকদের মুখ ভার
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকার প্রভাব প্রত্যক্ষভাবে বাংলায় পড়বে না। তবে এর জেরে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। কোনওভাবেই যাতে কোনও অঘটন না ঘটে সেজন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

এদিকে দিঘা অন্যান্য সময়ের তুলনায় ভিড় কম। মূলত মোকার জন্য ভরা মরশুমেও হাতে গোনা পর্যটকরা এসেছেন, এমনটাই জানাচ্ছেন হোটেল মালিকরা। তাঁদের কথায়, সমুদ্রে স্নান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি মাইকিংও চলছে।

Mocha Cyclone Bangladesh News : মোকার গতি বেড়ে ২১০ কিলোমিটার, দুপুরেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! প্রভাব কোন কোন এলাকায়?
এই পরিস্থিতিতে পর্যটকরা সমুদ্র স্নান উপভোগ করতে পারবেন না। ফলে সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে দিঘা বা সংলগ্ন সমুদ্র সৈকত ঘোরার পরিকল্পনা বাতিল করছেন অনেকেই। হোটেলগুলিও প্রায় ফাঁকা।

দিঘার এক হোটেল ব্যবসায়ীর কথায়, “কোভিডের সময় আমাদের ব্যবসার বড় ক্ষতি হয়। ইয়াস, আমফানে কার্যত তছনছ হয়ে গিয়েছিল দিঘা। মোকার গতিপথ অন্য। কিন্তু, প্রশাসনের থেকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। ফলে পর্যটকদের সংখ্যা কম।”

Cyclone Mocha Kolkata : আর‌ও ভয়ংকর রূপ মোকার, কলকাতা সহ আরও ৩ জেলায় প্রভাব
পুলিশের পক্ষ থেকে দিঘার উপকূল এলাকা মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি যাঁরা দিঘার সমুদ্রে নেমেছেন তাঁদের তুলে দেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি নুলিয়ারা কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *