Kolkata Tourist Places : দর্শনীয় বহু জায়গার বিশদ তথ্য দিতে কলকাতা পুরসভার অ্যাপ – a special app called my kolkata is going to be launched to provide information about various places of interest in kolkata


এই সময়: কলকাতা এবং লাগোয়া নিউ টাউনে গত কয়েক বছরে ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ঝুলন্ত রেস্তরাঁ, আলিপুর মিউজিয়ামের মতো বেশ কয়েকটি নতুন দর্শনীয় স্থান গড়ে উঠেছে। কিন্তু কোন দর্শনীয় স্থান সপ্তাহের কোন দিন বন্ধ আর কোন কোন দিন খোলা, ক’টা পর্যন্ত সে সব জায়গায় প্রবেশের অনুমতি- এই সব তথ্য অনেকেরই অজানা।

Kolkata Municipal Corporation : অনলাইন বিল পেমেন্টে সুবিধা বাড়াচ্ছে পুরসভা
বিশেষ করে, যাঁরা বাইরে থেকে শহরে আসেন, তাঁদের কাছে তো বটেই। যার ফলে অনেকেই সঠিক দিন ও সঠিক সময়ে পৌঁছতে পারেন না সেই সব দর্শনীয় স্থানে। সেই সমস্যা মেটাতে এ বার ‘মাই কলকাতা’ নামে নতুন একটি অ্যাপ আনতে চলেছে কলকাতা পুরসভা। সব কিছু ঠিকঠাক থাকলে এ বছর দুর্গাপুজোর আগেই চালু হয়ে যাবে অ্যাপটি।

App Cab Service In Kolkata : সরকারি উদ্যোগে নামছে অ্যাপ-ক্যাব
শনিবার ‘টক টু মেয়র’-এ বেহালার এক বাসিন্দা ফোনে বলেন, ‘আলিপুর মিউজিয়ামটি সত্যিই সুন্দর। প্রবাসী বাঙালি, ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে শহরের দর্শনীয় স্থানগুলো নিয়ে একটা সঙ্কলন হোক।’ সঙ্গে সঙ্গেই ওই প্রস্তাব মেনে নেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি তথ্যপ্রযুক্তি বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহাকে অ্যাপটি দ্রুত তৈরির নির্দেশ দেন।

Kolkata Municipal Corporation : আমজনতার জলপান নির্বিঘ্ন করতে নয়া ব্যবস্থা পুরসভার
অ্যাপে কী থাকবে, তা নিয়ে সন্দীপন এ দিনই পুরসভার তথ্যপ্রযুক্তি বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, প্রবাসীদের কথা মাথায় রেখে ইংরেজি ও বাংলা, দু’টি ভাষাই থাকবে নতুন অ্যাপে। কলকাতার পাশাপাশি লাগোয়া বিধাননগর, নিউ টাউনের দর্শনীয় স্থানগুলোর বিশদ তথ্য থাকবে এই অ্যাপে। এমন একটি অ্যাপ যে চালু হচ্ছে, সেই ব্যাপারে রাজ্যের অন্যান্য জেলা, ভিন রাজ্য ও ভিন দেশের মানুষদের জানাতে কলকাতা বিমানবন্দর এবং হাওড়া-শিয়ালদহ-কলকাতা রেল স্টেশনে দেওয়া হবে বড় বড় ব্যানার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *