TET Recruitment Scam : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি অনিশ্চিত ২ হেভিওয়েট তৃণমূল নেতার ছেলের – two jalpaiguri tmc leader son may loss their job due to justice abhijit ganguly order on tet recruitment scam


প্রাথমিকে অপ্রশিক্ষণপ্রাপ্ত ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই ঘোষণার পরেই জলপাইগুড়ির প্রভাবশালী তৃণমূল নেতার ছেলের চাকরি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শশাঙ্ক রায় বসুনিয়ার ছেলে শিবম রায় বসুনিয়ার চাকরি যাওয়ার উপক্রম হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। শিবম বর্তমানে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি।

Primary Teacher Recruitment Scam: প্রাথমিকে প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বাতিল তালিকায় নাম থাকা ৩৬ হাজার শিক্ষকের মধ্যে নাম রয়েছে শিবমের। অন্যদিকে, জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথের ছেলে রাহুল আমিনের নামও তালিকায় রয়েছে, সামনে আসে এমনই তথ্য।

এদিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে দুলাল দেবনাথ জানান, তাঁর ছেলে রাহুল পড়াশোনায় বরাবর ভালো। মেধার ভিত্তিতেই তিনি চাকরি পেয়েছেন। আদালতের নির্দেশ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চান না এমনটাই স্পষ্ট মন্তব্য ছিল তাঁর। অন্যদিকে, শিবমের কণ্ঠেও শোনা গেল কিছুটা একই সুর। তিনি বলেন, “আদালতের নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করব না।”

Primary Education Board West Bengal: ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘কর্মচ্যুতদের’ পাশে পর্ষদ
উল্লেখ্য, ২০১৪ সালের বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ করা হয়। সেই সময় ৩৬ হাজার অপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ করা হয়েছিল, এই মর্মে তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী চার মাস তাঁরা স্কুলে প্যারা টিচার হিসেবে কাজ করতে পারবেন। সেই স্কেলে বেতনও পাবেন। নতুন করে নিয়োগ করার কথা বলেছে আদালত।

ইতিমধ্যেই এই ৩৬ হাজার শিক্ষকের পাশে দাঁড়িয়েছে পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, তাঁরা আইনি পরামর্শ নিচ্ছেন। এই ঘটনায় তাঁরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন, এই ইঙ্গিতও দেন তিনি।

Primary Teacher Recruitment : ডিভিশন বেঞ্চে যাচ্ছে চাকরিহারারা, হাওড়ায় জমায়েত প্রাথমিক শিক্ষকদের
এদিকে আদালতে রায়ের পরেই শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যের এই ৩৬ হাজার প্রাথমিক শিক্ষক। সল্টলেক, কৃষ্ণনগর, হুগলি, হাওড়াতে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়। এই শিক্ষকদের দাবি, তাঁরা অ্যাপটিটিউড টেস্ট দিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁরা প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত, এই মন্তব্যও শোনা যায় তাঁদের কণ্ঠে।

Primary Teacher Recruitment Scam : প্রাথমিকে ইন্টারভিউ, ভুয়ো নথি নিয়ে এসে পাকড়াও!

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, শুধুমাত্র মামলাকারীদের কথা শুনেই কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবী মহলের একাংশের কথায়, সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারে রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *