Janatar Darbar: একজন হাজার হাজার পুলিস নিয়ে বেরিয়ে পড়েছেন রাজ্য দর্শনে। তাতেও ব্যালটবাক্স রক্ষা করতে পারছেন না। সেখানেও চাপ্পা, কারচুপি। অভিষেকের ওই যাত্রায় যে কোনও কাজ হবে না সেই বার্তাই মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন। অর্থাত্ যাকিছু করতে হবে তা মুখ্যমন্ত্রীর মাধ্যমেই করতে হবে। এই বার্তাই দিয়ে দেওয়া হল।
Updated By: May 15, 2023, 02:15 PM IST