কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হল একটি কার্তুজ। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

হাইলাইটস
- বিদেশি মুদ্রা, সোনার বার, গয়না, মাদক, ই-সিগারেট হামেশাই উদ্ধার হয় বিমানবন্দরে
- এবার এক যাত্রীর কাছ থেকে উদ্ধার হলো কার্তুজও
- শনিবার গভীর রাতে কলকাতা বিমানবন্দরের অন্তর্দেশীয় টার্মিনালে এক বিমানযাত্রীর হাত ব্যাগ থেকে উদ্ধার হয় ৭ এমএম ক্যালিবারের একটি কার্তুজ
শনিবার ভিন রাজ্যের বাসিন্দা অবিনাশ কুমারের কলকাতা থেকে ইন্ডিগোর বিমানে ছত্তিসগড়ের রায়পুরে যাওয়ার কথা ছিল। সেইমতো যথাসময়ে তিনি বিমানবন্দরে এসে সিকিউরিটি চেকিং করান। তাঁর হাতে একটি ব্যাগ ও খবরের কাগজ ছিল। স্বয়ংক্রিয় স্ক্যানিংয়ের মাধ্যমে ব্যাগ পরীক্ষা করার সময়ে বিপদ সঙ্কেত বেজে ওঠে। নিরাপত্তারক্ষীরা তাঁর ব্যাগ পরীক্ষা করে জামাকাপড়ের ভিতরে একটি তাজা কার্তুজ লক্ষ্য করেন। কার্তুজটি কোথা থেকে এল সে ব্যাপারে সদুত্তর দিতে পারেননি ওই যাত্রী।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ