এই সময়: বিমানবন্দরে অপেক্ষা করার সময়ে অনেকেই ম্যাগাজিন, খবরের কাগজ পড়েন, কেউ বা মোবাইলে ভিডিয়ো গেমে ডুবে থাকেন। আবার ধূমপায়ীরা অনেকে ধূমপান জায়গার সুলুকসন্ধান করেন। কেউ বা আবার লম্বা সফরের আগে সময় কাটাতে সুরা পানও করেন। কিন্তু তার মানে এই নয়, যে মদ্যপান করতে গিয়ে বিমান কখন ছাড়বে সে দিকেও হুঁশ থাকবে না! শনিবার তেমনই ঘটনা কলকাতা বিমানবন্দরে। প্রথমে মদ্যপানের নেশায় বুঁদ হয়ে, তারপর ঝগড়াঝাটি করে বিমান সফর মিস করলেন এক যাত্রী।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমানে কলকাতা থেকে মুম্বই যাওয়ার কথা ছিল প্রতুল ঘোষ নামে এক যাত্রীর। বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করার সময়ে তাঁর হঠাৎ মদ্যপানের ইচ্ছা জাগে। বিমানবন্দরের লাউঞ্জেই একটি পানশালায় যান তিনি। বেশ কিছুক্ষণ সেখানে মদের গ্লাসে বুঁদ হয়েছিলেন তিনি।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমানে কলকাতা থেকে মুম্বই যাওয়ার কথা ছিল প্রতুল ঘোষ নামে এক যাত্রীর। বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করার সময়ে তাঁর হঠাৎ মদ্যপানের ইচ্ছা জাগে। বিমানবন্দরের লাউঞ্জেই একটি পানশালায় যান তিনি। বেশ কিছুক্ষণ সেখানে মদের গ্লাসে বুঁদ হয়েছিলেন তিনি।
কয়েক পাত্র মদ্যপানের পর বিল হয় ৩৭৫০ টাকার। অভিযোগ, সেই সময়ে বিল না-মিটিয়ে প্রতুল গুটিগুটি পায়ে পানশালা থেকে পালানোর চেষ্টা করছিলেন। তখন পানশালার কর্মীরা তাঁকে আটকে বিল চান। ফ্লাইটের সময় হয়ে গিয়েছে বলে প্রতুল খানিকটা তর্কাতর্কি করেন তাঁর সঙ্গে। নিরাপত্তারক্ষীরা ওই যাত্রীকে বিল মেটানোর জন্য জোরাজুরি করতে থাকেন। প্রতুল জানান, তাঁর কাছে কোনও টাকা নেই। এমনকী, সঙ্গে সঙ্গে টাকা পাঠাতে পারবেন এমন কোনও বন্ধু বা আত্মীয়ের ফোন নম্বরও নেই তাঁর কাছে।
বেগতিক দেখে ওই যাত্রীকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় প্রতুলকে। এভাবে মদ্যপান করতে গিয়ে ফ্লাইট মিসের ঘটনা কলকাতায় বিরল বলেই মনে করছেন বিমানবন্দরের কর্তারা।