Mamata Banerjee 36 Thousand Teacher Job Cancel: ‘অনেকে ডিপ্রেশনে ভুগছেন, কিছু করে ফেললে…’, ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে সরব মুখ্যমন্ত্রী – mamata banerjee express worries and also anger over 36 thousand teachers job cancel issue


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শর্তসাপেক্ষে বাতিল ৩৬ হাজার শিক্ষকের চাকরি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। চাকরি বাতিল শিক্ষকদের পরিবারের পাশে আছে রাজ্য, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইসঙ্গে মামলা মোকদ্দমার জেরে আরও দুই-তিন লাখ শূন্যপদে নিয়োগ আটকে রয়েছে বলে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।এদিন নবান্নের সভাঘর থেকে চাকরি বাতিল হয়ে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”কত পরিবার আমার সঙ্গে যোগাযোগ করছে। কতজন ডিপ্রেশনে ভুগছে। কেউ কিছু করে ফেললে…। একটা মানুষের জীবনের অনেক দাম। আমরা তখন কী করব। ৩৬ হাজার শিক্ষক মানে এক একটা ছয়জনের পরিবার মানে প্রায় ২ লাখ পরিবারের মুখের গ্রাস এক ধাক্কায় চলে গেল। হঠাৎ করে বেকার এত মানুষ। আমাকে সবাই অ্যাপিল করছে আমাকে বাঁচান।”

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…

Mamata Banerjee: ‘বাংলায় ২০ টাকায় সবজি-ভাত, অন্য রাজ্যে ২০০’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *