Mother’s Day : বেবি বাম্প নিয়ে র‍্যাম্প মাতালেন সন্তানসম্ভবারা – a ramp walk was organised for pregnant women in durgapur


সঞ্জয় দে, দুর্গাপুর
চোখ ধাঁধানো আলো আর মনমাতানো মিউজিকের মাঝে র‍্যাম্পে ক্যাটওয়াক তন্বীদের। চেনা সেই ফ্যাশন শো ভিন্ন তাৎপর্য নিয়ে ধরা পড়ল দুর্গাপুরে। রবিবার মাতৃদিবসে সেখানকার সিটি সেন্টারের একটি অভিজাত হোটেলে বেবি বাম্প নিয়ে র‍্যাম্প মাতালেন গর্ভবতী মায়েরা। এদিন তাঁরাই মডেল। দু’এক জন নন, সংখ্যায় তাঁরা ৫০ জন। প্রত্যেকের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। গর্ভস্থ সন্তান পেটে নিয়ে র‍্যাম্পে হাঁটার আনন্দের ঝিলিক তাঁদের চোখে-মুখে।

Rachna Banerjee Didi Number 1: পড়ে গিয়ে চোট রচনার, ছেলের অবাক করা কাণ্ডে আবেগপ্রবণ অভিনেত্রী
সন্তানসম্ভবা মহিলাদের প্রতি বাড়তি সাবধানতা বজায় রাখা সমাজচলতি রেওয়াজ। বেশি হাঁটাহাঁটি, কায়িক পরিশ্রম, ভারী জিনিস তোলায় থাকে নিষেধাজ্ঞা। যদিও চিকিৎসকরা স্বাভাবিক জীবনযাপনের নিদানই দেন। তবুও নিয়ম, কুসংস্কারের বেড়াজাল থেকে এখনও সম্পূর্ণ মুক্ত হতে পারেননি অনেকেই। সেই মনোভাবেরই বদল ঘটাতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন বেবি বাম্প নিয়ে র‍্যাম্প ওয়াকের উদ্যোক্তারা।

Mamata Banerjee Poem Mother’s Day : ‘মা যার নেই সে বড় একলা…’, মাদার্স ডে-তে আবেগপ্রবণ কবিতা মমতার
সংগঠনের তরফে মালবিকা ঘোষাল বলেন, ‘কিছুদিন পরেই ওঁরা মাতৃত্বের স্বাদ পাবেন। মাতৃদিবসে এটি তার উদ্‌যাপন বলা যায়। প্রেগন্যান্সি তো কোনও রোগ নয়, জীবনের অন্যতম সেরা এই সময়টা পরতে পরতে উপভোগ করা প্রয়োজন। সমাজে এই বার্তা দিতেই গর্ভবতী মহিলাদের নিয়ে র‍্যাম্প ওয়াকের আয়োজন।’

Dakshin Dinajpur : মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করায় দিদিকে চড়! মাতৃদিবসে মর্মান্তিক পরিণতি মা-ভক্ত কিশোরের
একসঙ্গে এমন ৫০ জন সন্তানসম্ভবাকে পাওয়াও তো চাট্টিখানি কথা নয়। এর জন্য এগিয়ে আসেন দুর্গাপুর শহরের কয়েকজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। প্রথমবার মা হতে চলেছেন, এমন মহিলাদের খোঁজ ওই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকেই পান উদ্যোক্তারা। তার পর অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয় হবু মায়েদের। ক্যাটওয়াকের আগে এদিন বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রসূতিদের পরামর্শ দেন। গর্ভাবস্থায় কী ধরনের ব্যায়াম করা উচিত, তা দেখান এক জন ফিজিওথেরাপিস্ট। শেষে হয় র‍্যাম্প ওয়াক।

গর্ভবতী মহিলারা কেউ একা, কেউ আবার স্বামীকে সঙ্গে নিয়ে হেঁটেছেন র‍্যাম্পে। খুশি ঝরে পড়ে র‍্যাম্পে হাঁটা হবু মা অন্তরা ভট্টাচার্যের মুখে। বলেন, ‘এই প্রথম র‍্যাম্পে হাঁটলাম। তাও আবার প্রেগন্যান্ট অবস্থায়। এই অনুভূতি বোঝানো যায় না।’ একই বক্তব্য তনুশ্রী মাইতির। তিনি বলেন, ‘এর আগে এমন অনুষ্ঠান টিভিতে দেখেছি, আজ নিজেই অংশ নিলাম ফ্যাশন শো-তে।’

Child Marriage : বিডিওকে চিঠি লিখে বিয়ে রুখল নাবালিকা
এমন অনুষ্ঠান জীবনকে কতটা মধুর করে তুলতে পারে? স্ত্রীরোগ বিশেষজ্ঞ দীপান্বিত সেন বলেন, ‘বছর কয়েক আগেও প্রেগন্যান্সি মানে ছিল বেড রেস্ট। থাকত নানা বিধিনিষেধ। এখন সেসব চুকে গিয়েছে। একমাত্র ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। প্রেগন্যান্সির সময়ে হবু মা যত আনন্দে থাকবে, গর্ভস্থ সন্তানও তত ভালো থাকবে। এমন র‍্যাম্প ওয়াকের আয়োজন অভূতপূর্ব এবং প্রশংসনীয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *