Pathashree Prakalpa : হাত দিলেই উঠে যাচ্ছে পিচের রাস্তা! গুনগত মান নিয়ে তীব্র ক্ষোভ এলাকাবাসীর – people protest for bad road condition in suti area


West Bengal News : হাতের চাপেই উঠে যাচ্ছে সদ্য তৈরি পিচের রাস্তা। রাস্তাশ্রী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উদ্বোধন হওয়া রাস্তার এমন বেহাল দশা লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের সুতি থানা এলাকার মানিকপুরে। শিডিউল না মেনে রাস্তার কাজের গুনগত মান নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে আমজনতা। যদিও রাস্তার কাজের গুনগত মান নিয়ে সাধারণ মানুষের প্রশ্নকে প্রত্যাখ্যান করে পালটা শিডিউলের থেকেও এই রাস্তায় বেশি কাজ করানো হয়েছে বলেই দাবি করেছেন সুতি-২ ব্লকের BDO সমীরণ কৃষ্ণ মণ্ডল।

Malda News : ‘রাস্তা নেই তাই ভোটও নেই’, বিক্ষোভ-হুঁশিয়ারি চাঁচলের গ্রামবাসীদের
উল্লেখ করা যেতে পারে, সুতির মানিকপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ইংলিশ সাহাপাড়ার দিকে চলে যাওয়া রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে ছিল। বারবার প্রশাসনকে বলেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল না বলেই অভিযোগ। সম্প্রতি রাস্তাশ্রী প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিল্যান্যাস করা হয় মানিকপুর থেকে সাহাপাড়া রাস্তার।

দিন কয়েক আগেই সম্পন্ন হয়েছে রাস্তা তৈরির কাজ। কিন্তু স্থানীয় পথচারী এবং সাধারণ মানুষের অভিযোগ, সদ্য তৈরি রাস্তার হাতের চাপেই উঠে যাচ্ছে পিচ। একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করার পাশাপাশি রাস্তায় দুর্নীতির অভিযোগ তুলেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পর নতুন করে পিচের পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।

Pathashree Project : পথশ্রী প্রকল্পে রাস্তার কাজের দাবিতে জিটি রোড অবরোধ গ্রামবাসীদের, ক্ষমা চাইলেন সভাপতি
সেই রাস্তায় একদিকে যখন নতুন করে তৈরির কাজ চলছে তখন অন্যদিকে সদ্য তৈরি রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচের চাদর। স্থানীয়দের দাবি, পুনরায় রাস্তা তৈরি করতে হবে। নতুন রাস্তার পিচ,পাথর মুড়ি-মুড়কির মতো উঠে যাচ্ছে বলেও অভিযোগ।

স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে জানান, “একেই বহুবছর পরে এই রাস্তা তৈরি করা হল। আর তৈরি করার সঙ্গে সঙ্গেই এই হাল হয়ে গিয়েছে। এবার চলাচল করবে কিভাবে মানুষ! কম দামি, নিম্নমানের সামগ্রী দিয়ে করার ফল এগুলি। এভাবে চলতে পারে না। যদি কিছুদিনের মধ্যে আবার এই রাস্তা ভালোভাবে ঠিক না করে দেওয়া হয়, তাহলে আমরা বড় আন্দোলনে যাব বলে ঠিক করেছি।”

Singur News : মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেও পথশ্রীতে রাস্তা হয়নি, প্রতিবাদে সিঙ্গুরে পথে CPIM
যদিও রাস্তার কাজের দুর্নীতির অভিযোগ মানতে নারাজ সুতি-২ ব্লক প্রশাসন। BDO সমীরণ কৃষ্ণ মণ্ডল বলেন, “নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করানো হয়েছে একথা একেবারেই ভুল। যা শিডিউল ছিল, তার থেকেও বেশি কাজ করা হয়েছে এই রাস্তায়। কি কারণে রাস্তায় ওরকম সমস্যা হয়েছে তা আমি খতিয়ে দেখব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *