Raju Naskar : ‘অভিভাবক’ রাজু নস্কর, ভিডিয়োয় কাউন্সিলারের বক্তব্যে বিতর্ক – trinamool councilor video about raju naskar creates new debate


এই সময়: তৃণমূল নেতা রাজু নস্করের গ্রেপ্তারি নিয়ে এখনও জোর চর্চা চলছে বেলেঘাটায়। এরইমধ্যে রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো সামনে এসেছে, যা নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। ওই ভিডিয়োয় স্থানীয় তৃণমূল কাউন্সিলার অলকানন্দ দাস বলছেন, ‘আমার দুটো ব্যাঙ্ক, একটা অলোক দাস, আর একটি রাজু নস্কর। অভিভাবকদের মধ্যেও একজন রাজু নস্কর।

Raju Naskar : টিকিট ব্ল্যাকার থেকে ক্ষমতার শীর্ষে রাতারাতি, প্রশ্ন অনেক
বাবা না থাকলে অভিভাবক হিসেবে থাকেন রাজু নস্কর।’ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময়’। বিরোধীরাও ওই ভিডিয়োটিকে হাতিয়ার করে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এর মধ্যে বিতর্কের কিছু দেখছে না রাজ্যের শাসক দল। প্রসঙ্গত তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গোলমাল ও গুলি চালনার ঘটনায় এক সপ্তাহ আগেই গ্রেপ্তার হয়েছেন রাজু।

এই ভিডিয়োটি বছর খানেক আগেকার বলে জানা গিয়েছে। অনুষ্ঠানের মঞ্চে রাজুকেও দেখা গিয়েছে। এ বিষয়ে ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস এদিন সংবাদমাধ্যমকে বলেন,’উনি (রাজু নস্কর) মঞ্চে ছিলেন, তাই সম্মান দিয়েছি। সমাজসেবী যদি সমাজবিরোধী হয়ে যায়, কী করতে পারি!’ এখানেই থেমে না থেকে কাউন্সিলারের আরও দাবি, ‘রাজু নস্কর দলে ঢোকেন ২০১৪ সালে।

Raju Naskar : বেলেঘাটা গুলিকাণ্ডে পুলিশের জালে রাজু, ওড়িশার হোটেল থেকে ৪ সাগরেদসহ ধৃত তৃণমূল নেতা
সেই সময়ে আমি কলেজে পড়ি। এরপর থেকে উনি আমাদের সঙ্গেই ছিলেন। আমার থেকে যাঁরা বয়সে বড়, তাঁদের সবসময়ে আমি অভিভাবক হিসেবেই সম্মান দিই। কারণ, আমার বয়স অনেক কম।’ ‘কিন্তু, কেউ গুলি চালালে বা কারও ক্লাবে বোমা ফাটলে তার দায় আমি নেব কেন,’ প্রশ্ন কাউন্সিলরের। রাজু নস্করকে তিনি ব্যাঙ্ক হিসেবে কেন উল্লেখ করলেন, সেই প্রশ্নের জবাবে অলকানন্দার দাবি, ‘আমার স্বামী এবং আমি দু’জনেই রোজগার করি। আমার ওঁর (রাজু নস্করের) থেকে টাকা নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া, কোনও কর্মী সভা থেকে টাকা নেওয়ার কথা কেউ বলে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *