Sealdah Local Train: ঝড়-বৃষ্টির তাণ্ডবে লাইনে পড়ল গাছ, শিয়ালদা দক্ষিণ ও মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত – sealdah main line service disrupted due to storm and fallen tree


সকাল থেকে রোদের ঝলকানি, দুপুর পেরোতেই রূপ বদলাল আবহাওয়া। দিন দুপুরে আকাশ কালো করে ধেয়ে এল ঝড়। প্রবল বেগে হাওয়ায় লাইনে গাছ পড়ে স্তব্ধ ট্রেন চলাচল। সোমবার সন্ধের মুখে ঝড়ের তাণ্ডবে শিয়ালদা দক্ষিণ ও মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। এর জেরে অফিস ফেরত পথে ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা।জানা গিয়েছে, ঝড়ের তাণ্ডবে কাকিনাড়া স্টেশনের কাছে সন্ধ্যার ঝড়বৃষ্টিতে গাছ পড়ে যায় ১ নম্বর লাইনের ওভারহেডের তারে। এর জেরে কাকিনাড়া ও শ্যামনগরের মাঝে ট্রেন চলাচল ব্যাহত। বর্তমানে ২,৩ ও ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। বৃষ্টি এখনও চলছে, সেই কারণে গাছ কেটে সরিয়ে স্বাভাবিক করতে কিছুটা সময় লাগছে। তবে দ্রুত পরিষেবা চালু করার চেষ্টা চালাচ্ছে রেল। দক্ষিণ বারাসত ও জয়নগর শাখায় ব্যাহত ট্রেন চলাচল। হিন্দমোটর স্টেশনে ওভারহেড তারের উপর গাছ পড়ে সেখানেও বন্ধ ট্রেন চলাচল।

Howrah Bardhaman Line: হাওড়া-বর্ধমান শাখা বন্ধ ট্রেন চলাচল, দুর্ভোগ নিত্যযাত্রীদের

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *