রোদ কমতেই মনোরম আবহাওয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রেমিক। ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রেমকুঞ্জ হিসেবে বিখ্যাত মঙ্গল পান্ডে পার্কে দেখা হয় তাদের। দুজনে একজায়গায় বসতে না বসতেই আকাশ কালো করে মেঘ, সঙ্গে ধেয়ে এল প্রবল গতিতে ঝড়। আচমকা ঝড়ের তাণ্ডবে দিশেহারা প্রেমিক যুগল আশ্রয় খুঁজে পেতে না পেতেই ঝেঁপে নামে বৃষ্টি। তড়িঘড়ি মাথা বাঁচাতে একটি গাছের নীচে আশ্রয় নেন তাঁরা। কে জানত নিয়তি ঘটাবে এমন ঘটনা।
প্রবল ঝড়বৃষ্টির দাপটে ভেঙে পড়ে বিশাল গাছটি। সেই গাছের নীচেই দাঁড়িয়েছিলেন প্রেমিক যুগল। তাদের মাথাতেই ভেঙে পড়ে গাছ। তার নীচেই চাপা পড়ে যায় ওই ছেলে মেয়ে দুটি। খবর পেয়ে পুলিশ দমকল কর্মী ও ডিএমজি টিম সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশাল গাছ কেটে দুজনকে উদ্ধার করে ব্যারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে এলে যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত যুবকের নাম কৌশিক ঢালি (২০)। তাঁর বাড়ি নদিয়ায়। আহত মেয়েটিকে বিএনবসু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবল ঝড়বৃষ্টির দাপটে ভেঙে পড়ে বিশাল গাছটি। সেই গাছের নীচেই দাঁড়িয়েছিলেন প্রেমিক যুগল। তাদের মাথাতেই ভেঙে পড়ে গাছ। তার নীচেই চাপা পড়ে যায় ওই ছেলে মেয়ে দুটি। খবর পেয়ে পুলিশ দমকল কর্মী ও ডিএমজি টিম সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশাল গাছ কেটে দুজনকে উদ্ধার করে ব্যারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে এলে যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত যুবকের নাম কৌশিক ঢালি (২০)। তাঁর বাড়ি নদিয়ায়। আহত মেয়েটিকে বিএনবসু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, মোহনপুরের জাফরপুর চাল বাজার এলাকায় বাড়িতে নারকেল গাছ পড়ে মৃত্যু হয় ৪০ বছরের সরস্বতী বিশ্বাস নামে এক মহিলার।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…