বিকেল হতে না হতেই শহর থেকে মফঃস্বল, জেলা থেকে গ্রাম ভোল বদলে গেল আবহাওয়ার। ঘূর্ণিঝড় মোকার প্রভাবে এদিন আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটে। আনুমানিক আশি কিমিরও বেশি গতিবেগের ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গ। এই ঝড়ের জেরে রাস্তায় রাস্তায় ভেঙে গাছ, হোর্ডিং। ঝড়ে জেরে স্তব্ধ ট্রেন পরিষেবাও।
জানা গিয়েছে, ট্রেনের ওভারহেড তারে গাছ পড়ে একাধিক রুটে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। হাওড়া খড়গপুর রুটেও থমকে যায়। ওই রুটেই কোলাঘাট স্টেশনে ওভারহেড তারে গাছ পড়ে আগুনের শিখা দেখা যায়। তীব্র গতিতে হাওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনে আগুনে শিখা দেখে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এক যাত্রী সেই ভিডিয়ো পোস্ট করে বিখেছেন, “এমন অবস্থার মুখোমুখি কোনওদিন হইনি। মনে হচ্ছিল যে কোনও মুহূর্তে মরে যাব।”
ভিডিয়োয় দেখা যায়, ওভারহেড তারে একের পর এক গাছের ডাল ঝরে উড়ে এসে পড়ায় আগুনের শিখা দেখা যায়, সঙ্গে বিকট শব্দ। শর্টসার্কিটের জেরে দাঁড়িয়ে যায় ট্রেন। মারাত্মক শব্দ ও আগুন দেখে ভয় পেয়ে যান যাত্রীরা। বিকট বিস্ফোরণের শব্দে প্রায় কেঁপে ওঠে কোলাঘাট স্টেশন। আতঙ্কিত যাত্রীরা ঝড়ের মধ্যেই হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে চারিদিকে ছোটাছুটি শুরু করে দেন। আশ্রয় নেন প্ল্যাটফর্মে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
কোলাঘাট ছাড়াও হিন্দমোটরেও ওভারহেড তারে গাছ পড়ে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রেল লাইনে গাছ পড়ে বিপত্তি ঘটে শিয়ালদা মেন শাখা অর্থাৎ শিয়ালদা-নৈহাটি রুটে। রেল সূত্রে খবর মেলে, কাঁকিনাড়া স্টেশনে ১ নম্বর লাইনে একটি বড় গাছ পড়ে গিয়েছে। যার জেরে দাঁড়িয়ে গিয়েছে ট্রেন। এর জেরে সমস্ত শাখাতেই বাড়ি ফেরার পথে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।