Babita Sarkar: চাকরি পেতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ‘আন্দোলনের মুখ’ ববিতাকে বরখাস্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit ganguly cancels babita sarkar job and appoint anamika roy


নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্যান্ডোরা বক্সের চাবি মিলেছিল যার মামলার জেরে, সেই ববিতা সরকারই এবার চাকরি থেকে বরখাস্ত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রিকন্যা অঙ্কিতা অধিকারীর জায়গা নিযুক্ত পাওয়া ববিতাও এবার হারালেন চাকরি।স্কুল সার্ভিস কমিশনকে প্রাপ্ত নম্বর নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে ববিতা সরকারের বিরুদ্ধে। সেই জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে প্যানেলে থাকা পরবর্তী চাকরিপ্রার্থী অনামিকা রায়কে নিযুক্ত করলেন। একইসঙ্গে ববিতাকে একাধিক নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এতদিনের মাইনে বাবদ অঙ্কিতা অধিকারীর থেকেও পাওয়া টাকা তাঁকে ফেরাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনিশ্চিত আরও এক মন্ত্রিকন্যার চাকরি, জবাবে যা জানালেন মন্ত্রী

প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগের মামলা করে তাঁর জায়গায় শিলিগুড়ির মেখলিগঞ্জ ইন্দিরা গালর্স স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের নিযুক্ত হন ববিতা সরকার। দীর্ঘ ৪ বছর লড়াইয়ের পর ২০২২ সালের জুলাই মাসে তিনি চাকরিতে যোগ দেন। কিন্তু, তারপরই তাঁর গরমিলের তথ্য সামনে আসে।
TET Recruitment Scam: ৩৬ নয়, প্রাথমিকে চাকরি বাতিলের সংখ্যা প্রায় ৩২ হাজার! নির্দেশ সংশোধন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন শুনানিতে জানালেন তিনি মনে করছেন, ববিতা সরকারকে চাকরিতে বহাল রাখা উচিত নয়।কারণ তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে তার প্রাপ্ত নম্বর সম্পর্কে সঠিক তথ্য দেননি। তিনি অনামিকা রায়ের থেকে ২ নম্বর কম পেয়েছিলেন। সেই জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, ববিতা সরকারকে চাকরি থেকে বরখাস্ত করে যোগ্য প্রার্থী অনামিকা রায়কে তাঁর বাড়ির কাছাকাছি কোনও স্কুলে নিয়োগ করতে। স্কুল সার্ভিস কমিশনকে তিন সপ্তাহের মধ্যে উচ্চমাধ্যমিক স্তরের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে তাঁকে নিয়োগ করতে নির্দেশ।

Gautam Pal: ৩৬ হাজার! নতুন নিয়োগের পথে না-হেঁটে রায়কে ‘চ্যালেঞ্জ’!

একইসঙ্গে মোট ১৫ লাখ ৯২ হাজার ৮৪২ টাকা ফেরত দিতে নির্দেশ। তার মধ্যে ১১ লাখ টাকা ১৯ মে ২০২৩ এর মধ্যে ফেরত দিতে হবে ববিতা সরকারকে এবং বাকিটা ৬ জুনের মধ্যে সুদ সহ ফেরত দিতে নির্দেশ। অঙ্কিতা অধিকারীর থেকে মাইনে বাবদ পাওয়া এই টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের হাতে তুলে দেবেন ববিতা। ইতিমধ্যে সে যে বেতন পেয়েছে সেগুলো তাকে ফেরত দিতে হবে না নয়া নিযুক্ত শিক্ষিকা অনামিকা রায়কে। কিন্তু বাকি টাকা অনামিকা রায়কে দুই দফায় ফেরত দিতে নির্দেশ।

Babita Sarkar: ভুল তথ্য পেশের অভিযোগ, মার্কশিটে নম্বরের গরমিল নিয়ে মুখ খুললেন ববিতা

উল্লেখ্য, অনামিকা রায় ও ববিতা সরকার দুজনেই ২০১৬ সালের স্কুল সার্ভিস পরীক্ষার্থী ও দুজনেই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত । ববিতা সরকারের চাকরির বৈধতা নিয়ে অনামিকা রায় নামে প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ।কারণ, তাঁর দাবি ছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর পদে চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু, ওই পদে চাকরি পাওয়ার কথা তাঁর। সেই মামলার রায়েই এদিন অনামিকে নিয়োগের নির্দেশ বিচারপতির।

নির্দেশের পর ভেঙে পড়েন ববিতা। গোটা ঘটনা ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও। ববিতা আর্জি করেন কোনওভাবেই কী তার কথা ভাবা যায় না। বিচারপতি জানান, ”মামলায় ববিতার ভুল স্পষ্ট। চাইলে তাকে ভুল তথ্য দেওয়ার জন্য শাস্তি দিতে পারত আদালত। সেটা হয়নি,সেটুকু স্বস্তি নিয়ে হাইকোর্ট থেকে যান।” যেহেতু ২০১৬ সালের প্যানেলে ববিতা সরকার অন্যতম যোগ্য প্রার্থী ছিলেন কমিশন তাঁর কথা বিবেচনা করবে বলে জানা গিয়েছে। ববিতাকে পরবর্তী ১১-১২ পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *