Babita Sarkar News: ‘আগেই কেন বললেন না…’, চাকরি হারিয়ে হাউ হাউ করে কাঁদলেন ববিতা – babita sarkar first reaction after she lost her job as per calcutta high court justice abhijit ganguly order


নিয়োগ সংক্রান্ত অনিয়মের জেরে চাকরি গিয়েছিল তৎকালীন রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। সেই জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু, এবার অপসারিত ববিতাও। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তাঁর পরিবর্তে চাকরি দেওয়া হয়েছে অনামিকা রায়কে। একদিকে যেমন এই রায়ে খুশি অনামিকা, তেমনই কান্নায় ভেঙে পড়লেন ববিতা। তিনি সংবাদ মাধ্যমে বলেন, “পারিপার্শ্বিক চাপের সম্মুখীন হতে হয়েছে। বাড়ির পাশেও চাকরি চাইনি। সমস্ত চাপ সহ্য করে চাকরি করে গিয়েছি। আজ আমার চাকরিটা চলে গেল। আমার ভুল না কমিশনের ভুল জানি না। আমাকে যখন চাকরি দেওয়া হল তখনই কেন বলল না! আজ এক বছর পর চাকরি করার পর কেড়ে নেওয়া মোটেও কাম্য নয়।”

Babita Sarkar: চাকরি পেতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ‘আন্দোলনের মুখ’ ববিতাকে বরখাস্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
কার্যত কান্নায় ভেঙে পড়েন তিনি। স্কুল সার্ভিস কমিশনের ভেরিভিকেশন পদ্ধতির উপরেও প্রশ্ন তুলে দেন তিনি। অন্যদিকে অনামিকা বলেন, “আমি স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি। কোনওদিন আশাহত হয়নি। আমার জীবনের আজ সবথেকে খুশির দিন। এর থেকে আর কী আনন্দের হতে পারে।”
তিনি আরও বলেন, “যাঁরা যোগ্য তাঁরা একদিন না একদিন চাকরি পাবেন। হাতে কাগজপত্র পেলেই আমি স্কুলে যোগদান করব।”

প্রসঙ্গত, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ববিতাকে চাকরিতে বহাল রাখা উচিত নয়, কারণ তিনি যে নম্বর পেয়েছিলেন সেই সম্পর্কিত সঠিক তথ্য স্কুল সার্ভিস কমিশনে জমা দেননি। তিনি অনামিকার থেকে দুই নম্বর কম পেয়েছিলেন। আগামী তিন সপ্তাহের মধ্যে অনামিকা রায়কে তাঁর বাড়ির কাছাকাছি কোনও স্কুলে নিয়োগ করতে হবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে।

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনিশ্চিত আরও এক মন্ত্রিকন্যার চাকরি, জবাবে যা জানালেন মন্ত্রী
এখানেই শেষ নয়, ববিতাকে ১৫ লাখ ৯২ হাজার ৮৪২ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ লাখ টাকা জমা দিতে হবে ১৯ মের মধ্যে এবং বাকি টাকা দিতে হবে ৬ জুনের মধ্যে। পাশাপাশি এই নির্দিষ্ট সময়ে চাকরিবাবদ তিনি যে অর্থ পেয়েছেন তাও অনামিকা রায়কে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

Primary Teacher Recruitment Scam: প্রাথমিকে প্রশিক্ষণহীন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
উল্লেখ্য, ববিতা এবং অনামিকা দুই জনেই ২০১৬ সালে SSC পরীক্ষা দেন। তাঁরা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে চাকরির জন্য আবেদন করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অনিয়ম করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই চাকরিই পেয়েছিলেন ববিতা।এবার চাকরি গেল ববিতারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *