Babita Sarkar SSC : ববিতা চাকরি হারানোয় খুশি পরেশ! মেয়ে অঙ্কিতার জন্য ফের আদালতে আবেদন প্রাক্তন মন্ত্রীর? – trinamool congress mla paresh adhikari is happy after babita sarkar job cancellation verdict


মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করে ববিতা সরকারকে চাকরির নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই বাতিল হল সেই চাকরি। ববিতার বদলে অনামিকা রায়কে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই রায় নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষাপ্রতিমন্ত্রী তথা কোচবিহারের মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী।আদালতের রায়ে চাকরি খোয়াতে হয় পরেশ-কন্যা অঙ্কিতাকে। এমনকী ৪২ মাসের বেতনের টাকাও ববিতাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই রায় নিয়েই এদি মুখ খোলেন পরেশ। তাঁর মতে, আইন সঠিক পথে চলছে। ববিতার চাকরি বাতিলের পর অন্তত এমনটা মনে হয়েছে বলে জানিয়েছেন পরেশ।

Babita Sarkar: চাকরি পেতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ‘আন্দোলনের মুখ’ ববিতাকে বরখাস্তের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এদিন মেখলিগঞ্জের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন মন্ত্রী। সেখানে নিয়োগ সংক্রান্ত সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। পরেশ বলেন, ‘সবেমাত্র আদালতের নির্দেশের কথা জানতে পেরেছি। ববিতা সরকারের চাকরি বাতিল করে অনামিকা রায়কে তা দেওয়ার কথা জানিয়েছে আদালত। আইন যে সঠিক পথেই চলছে এটাই তার প্রমাণ। আদালতের সিদ্ধান্তকে সমর্থন করি।’

সাংবাদিকরা প্রাক্তন মন্ত্রীর কাছে জানতে চান, তিনি কি অঙ্কিতার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আদালতে আবেদন করবেন? জবাবে মেখলিগঞ্জের বিধায়ক বলেন, ‘আমরা এখনও এই বিষয়টির কথা ভেবে দেখিনি। আইনি পরামর্শ নেওয়ার পরই এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে দেখব।’ আগামী দিনে মন্ত্রী কন্যা আদালতের দ্বারস্থ হন কিনা সেটাই দেখার।

Babita Sarkar News: ‘আগেই কেন বললেন না…’, চাকরি হারিয়ে হাউ হাউ করে কাঁদলেন ববিতা
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে মন্ত্রী কন্যার থেকে চাকরি ছিনিয়ে নিয়েছেন শিলিগুড়ির ববিতা। চাকরিতে ববিতা নিয়োগের পাশাপাশি শিক্ষিকা হিসেবে অঙ্কিতার পাওয়া প্রায় ১৬ লাখ টাকাও তাঁকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ১৬ লাখ টাকা দুটি কিস্তিতে অনামিকা রায়কে ফিরিয়ে দিতে হবে। আদালতের রায় শুনে কেঁদে ফেলেন ববিতা। টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আরও কয়েকদিন সময় চেয়ে আবদেন করেন তিনি। কিন্তু, ববিতার আবেদনে সাড়া দেয়নি আদালত।

Anamika Roy SSC Recruitment Scam: ‘সাত বছরের লড়াইয়ের জয়’, ববিতার জায়গায় চাকরি পাওয়া অনামিকা বললেন…
এদিন কার্যত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) ধমকের মুখে পড়েন ববিতা। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর উদ্দেশে বলেন, ‘আপনি আদালতকে ভুল পথে চালিত করেছেন। আপনার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করতে পারতাম। কিন্তু আপনার থেকে বেতনের টাকা ফেরত চাওয়া হচ্ছে না। তবে ওই টাকাটা ফিরিয়ে দিতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *