Bankura News : তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, অবলা পশু-পাখিদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ বাঁকুড়ায় – initiatives have been taken to provide drinking water for animals in summer in bankura


West Bengal News : বাঁকুড়া মাড়োয়ারি যুব মঞ্চের উদ্যোগে এই প্রবল গরমে পশুপাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হল। এই কারণে শহরে জলের পাত্রের ব্যবস্থা করা হয়েছে। শহরের একাধিক জায়গায় পাত্র বসিয়ে তার মধ্যে রাখা হচ্ছে পানীয় জল। এর ফলে এই গরমে পশুপাখিদের পানীয় জলের অভাব অনেকটাই মিটবে এমনটাই আশা করা যায়।

Drinking Water Problem : তীব্র পানীয় জলের সংকট, প্রতিবাদে আরামবাগে রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের
এখন বাঁকুড়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর থাকছে। গতকাল এক পশলা বৃষ্টি হলেও সকাল থেকই সূর্য দেব তার নিজ মূর্তি ধারন করেছেন। সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না। এমনিতেই গ্রীষ্মকালে পানীয় জলের সংকট দেখা দিয়েছে বাঁকুড়া শহরে। সাধারণ মানুষের জল সংকট দূর হলেও শহরে গোরু ছাগলসহ পশুপাখিদের প্রবল গরমে পানীয় জলের অভাব দেখা যায়। অনেক সময় জলের ট্যাপ থেকে যেটুকু জল পড়ে সেখান থেকেই তৃষ্ণা মেটায় গোরু ছাগল কুকুর থেকে পশু পাখিরা।

Bankura Weather​ : বেড়েই চলেছে তাপপ্রবাহ, ‘মোকা’ আসার খবরেও স্বস্তি নেই জেলাবাসীর
তাই পশুপাখিদের কথা মাথায় রেখে বাঁকুড়া শহরের কমরার মাঠ এলাকার মাড়োয়ারি যুব মঞ্চের সদস্যরা বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় জায়গায় পশুপাখিদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেন। এই বিষয়ে যুবমঞ্চের পক্ষ থেকে বিশাল বাঙ্কা বলেন, “গত কয়েকদিন ধরেই আমরা শহরের প্রতিটি কোণায় বড় বড় জলের পাত্র রাখার ব্যবস্থা করছি।

Jyeshta Month 2023: ১৫ মে থেকে শুরু জ্যৈষ্ঠ মাস, এ-মাসে এই কাজগুলি করলে জীবনে নামবে সর্বনাশ
যাতে এই গরমে পশুপাখিরা জলের পাত্র দিয়ে তৃষ্ণা মেটাতে পারে। এখনও পর্যন্ত ৩০টির বেশি এরকম পাত্রের ব্যবস্থা করা হয়েছে। পাত্রগুলো মানুষদের মধ্যে বিতরণ করা হচ্ছে। জনগণের চাহিদা বাড়লে মানুষের কাছে আরও পাত্র পৌঁছে দেব”।

Hooghly News : জঙ্গলের মাঝেই হচ্ছে পুকুর খনন, বন্যপ্রাণীদের তৃষ্ণা নিবারণে বিশেষ উদ্যোগ আরামবাগের
মোহন ভার্মা নামে এক ব্যক্তি বলেন, “আজ পশু পাখিদের জলের তৃষ্ণা মেটানোর জন্য মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে কয়েকটি জলের পাত্র আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই পাত্রগুলি নিজ নিজ এলাকায় নিয়ে গিয়ে জল ভর্তি করে রাখতে হবে, সেই জল পশুপাখিরা খাবে। জল গরম হয়ে গেলে বা শেষ হয়ে গেলে তাকে আবার ঠাণ্ডা জল দিয়ে ভর্তি করতে হবে।

এর ফলে তীব্র গরমের হাত থেকে শহরের পশুপাখিরা অনেকটাই মুক্তি পাবে”। সেই সঙ্গে জল পিপাসা থেকেও মুক্তি পাবে বলে তিনি জানান। মাড়োয়ারি যুব মঞ্চের এই উদ্যোগের প্রশংসা করেছেন শহরের নাগরিকবৃন্দ। এরকম কাজে শহরের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন মাড়োয়ারি যুব মঞ্চের সদস্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *