Coal Smuggling Case : ‘আমি নির্দোষ…ফাঁসানো হয়েছে’, জামিন পেয়েই দাবি বিকাশের – bikash mishra claimed that he is not involved in coal smuggling case


Asansol News : বেআইনি কয়লা পাচার মামলায় আবার জামিন পেলেন অন্য়তম অভিযুক্ত বিকাশ মিশ্র। আজ মঙ্গলবার চারদিনের CBI হেফাজত শেষে আসানসোলের বিশেষ CBI আদালতে তোলা হলে বিকাশ মিশ্রর জামিন মঞ্জুর করেন বিচারক। আর এদিন জামিন পেয়েই তিনি মুখ খোলেন। “আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ”, অকপট বেআইনি কয়লা মামলায় অভিযুক্ত বিকাশ মিশ্র। এই প্রথমবার আসানসোল CBI কোর্টের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন বিকাশ মিশ্র। পাশাপাশি তিনি জানালেন যে ভুয়ো কেসে তাকে ফাঁসানো হয়েছে।

Coal Smuggling Case : সঙ্গী বিনয়, কয়লা পাচারকাণ্ডে ৪ দিনের CBI হেফাজতে ECL – CISF কর্তা
তবে বিকাশ জামিন পেলেও কলকাতা হাইকোর্টের দেওয়া সমস্ত শর্ত বহাল থাকবে বলে জানিয়েছেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চার দিনের জন্য CBI হেফাজতে গিয়েছিলেন বিকাশ মিশ্র। যদিও হাইকোর্ট তাকে আগেই জামিন দিয়ে রেখেছিল।

Coal Scam : কয়লা পাচার কাণ্ডে ফের ধরপাকড়! এবার সিবিআইয়ের জালে ECL-র প্রাক্তন ডিরেক্টর
এবং সুপ্রিম কোর্ট অর্ডারে বলেছিল যে চার দিনের পুলিশি হেফাজতের পর হাইকোর্টের জামিন পুনর্বহাল থাকবে। সেই মতো আজ চারদিন পর তাকে আসানসোল CBI আদালতে তোলা হলে হাইকোর্টের রায় পুনর্বহাল রাখে আসানসোল CBI আদালত এবং বিকাশ মিশ্রকে জামিন দেয়।

Coal Smuggling Case : বিকাশকে সুবিধা, জেল সুপার কোর্টের কোপে
CBI কোর্টের বাইরে এসে বিকাশ মিশ্র জানান, “অনুপ মাজি ওরফে লালার সঙ্গে টাকা লেনদেনের কোনও রকমের প্রমাণ CBI এখনও পর্যন্ত কোর্টে দিতে পারেনি। এমনকি চার্জশিট আমার বিরুদ্ধে যেটা দেওয়া হয়েছে সেটাতেও কোনও প্রমাণ নেই। এমনি যা ইচ্ছে তাই লিখে দিয়েছে। আমি তদন্তে সহযোগিতা করছি এবং প্রতি সপ্তাহে আমি CBI দফতরে যাই।

Coal Smuggling Case : বিকাশ কেন হাসপাতালে ? জবাব তলব
কারণ কোর্ট আমাকে নির্দেশ দিয়েছে প্রতি সপ্তাহে একবার করে যাওয়ার জন্য। ইতিমধ্যে আমি ৩৫ সপ্তাহ ধরে CBI-এর মুখোমুখি হয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও কিছু প্রমাণ করতে পারেনি তাঁরা”। অন্যদিকে দুদিন আগেই অনুপ মাজিকে জেরা করেছে CBI। শোনা যাচ্ছিল বিকাশ মিশ্র এবং অনুপ মাজিকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে।

উপরে তুষ, নীচে কয়লা, বীরভূমেও ‘পুষ্পারাজ’

এই বিষয়ে বিকাশ মিশ্রকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “আমিও খবরের কাগজে পড়েছি এই বিষয়ে। কিন্তু আমি জানি না এই বিষয়ে বলা আইনসম্মত কিনা তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না”। একথা বলে লালার সঙ্গে তাঁকে মুখোমুখি জেরা করা হয়েছে কিনা সে বিষয়ে বিকাশ মিশ্র এদিন বিভ্রান্তি রেখে দিলেন। এছাড়াও তিনি বলেন, “এখন আমি আইনি পরামর্শ নেব”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *